ইনতাজুল ইসলাম এনতাজ ঠাকুরগাঁও রিপোর্টারঃ ঠাকুরগাঁও জেলা রানীসংকৈল উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে জলডুবি হয়ে দুই শিশুর মৃত্যুর খবর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রোববার ১৪ এপ্রিল দুপুর দুইটার সময়। রানীসংকৈল উপজেলার খঞ্জনা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কুলিক নদীতে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, খঞ্জনা গ্রামের ইব্রাহিমের কন্যা চতুর্থ শ্রেণীর ছাত্রী ইয়াসমিনা আক্তার ১০( বছর) এবং দিনাজপুর সদর উপজেলা স্টেশন পাড়া ইউসুব আলীর মেয়ে এবং সাথী আক্তার দম্পতি কন্যা ২য শ্রেণীর ছাত্রী তসলিমা আক্তার ৮ (বছর) কুলিক নদীতে গোসল করতে গিয়ে নদীর গভীর জলে ডুবে দুজনের মৃত্যু হয়। নিহত তসলিমা তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল তার বাবা-মার সাথে বলে জানা গেছে। এই বিষয়ে রানীশংকৈল থানার ওসি সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুলিক নদীতে গোসল করতে গিয়ে জলডুবি হয়ে দুজন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনা স্থলে দ্রুত উপস্থিত হয়ে দুটি শিশুর মরদেহ দেখতে পাই এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, আসলে বিষয়টি খুব বেদনাদায়ক এবং দুঃখজনক।
মেডিকেল ভর্তিযুদ্ধ আজ, আসনপ্রতি লড়বেন ২৫ শিক্ষার্থী
সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় বসছেন এক লাখ ৩৫ হাজার ২৬১ জন শিক্ষার্থী। শুক্রবার (১৭...