মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ১২:৫৩ পূর্বাহ্ন
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা:
ঢাকা জেলা পরিষদের অর্থায়নে আট প্রকল্পের উদ্বোধন করেছেন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। শনিবার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা সমসাবাদে, উপজেলা সদর ডাকবাংলো সড়ক, বাহ্রা ইউনিয়নের আজিজপুর, পূর্ববাহ্রা নাওপাড়া, চুড়াইনের মুন্সিনগর আকারবাগে পাকা সড়ক ও চুড়াইনের মোসলেমহাটিতে মসজিদের এসি, পশ্চিম চুড়াইন কবরস্থানের বাউন্ডারি দেওয়াল নির্মাণ কাজ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, চুড়াইন ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল বেপারি, বাহ্রা ইউপির সাবেক চেয়ারম্যান সুবেদুজ্জামান সুবেদ, ঢাকা জেলা পরিষদের সদস্য ওয়াহিদুজ্জামান রনি, এসএম সাইফুল ইসলাম, জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী আব্দুল মোতালেব, আওয়ামী লীগ নেতাÑ আলী মো. রমজান, জালাল উদ্দিন রুমি, শাহীন খান, শাহাবুদ্দিন আহমেদ, হাবিব মিয়া, মাহবুব রিপন, ফিরোজ মোল্লা, খোকা মিয়া, আলমগীর হোসেন প্রমুখ।