অমর ডি কস্তা, নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের লালপুরের কদিমচিলান ইউনিয়নের পূর্ব চৌষডাঙ্গা গ্রামের চা দোকানী আব্দুস সালাম (৫০)কে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে (১ অক্টোবর) নিজ দোকানের সামনে হাঁসুয়ার কোপে তার মৃত্যু হয়। নিহত সালাম ওই গ্রামের ইয়াজউদ্দিন প্রামাণিকের ছেলে। স্থানীয়রা রাতেই ঘাতককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘাতকের নাম সাহেব আলী(৩০)। সে একই গ্রামের আব্দুল মজিদের ছেলে। জানা যায়, গাঁজা বিক্রির ২০০ টাকা চাওয়া নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ চলে আসছিলো। এরই জের ধরে রাতে সাহেব আলী পেট্রোল নিয়ে গিয়ে চা দোকানীর দোকানের থাকা খাট ও বিছানা-চাদরে আগুন ধরিয়ে দেয়। এতে বিছানা-চাদর পুড়ে যায়। এ সময় দোকানী আব্দুস সালাম বাইরে বের হলে তাকে উপর্যুপরী ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।
স্থানীয়রা জানান, হত্যাকান্ড সংঘটিত করার পর ঘাতক সাহেব আলী রক্তাক্ত হাঁসুয়া নিয়ে গোধরা সড়ক দিয়ে পালানোর সময় স্থানীয়রা তাকে আটকানোর চেষ্টা করে। সেখানে সে আরেকজনকে কোপ দিয়ে পালানোর চেষ্টা করলেও স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করে। পরে তাকে লালপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নূরুজ্জামান জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
#