নানক-নাছিমের গাড়ি আটকে দিলো ঢাকা কলেজ ছাত্রলীগ

কমিটির দাবিতে রাজধানীর সায়েন্সল্যাবে অবরোধ করেছেন ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মীরা। এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকের গাড়িবহর আটকে দিয়েছেন তারা।

রোববার (৪ ডিসেম্বর) রাত ১১টায় সায়েন্সল্যাব মোড়ে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগ নেতাকর্মীদের বাধার মুখে একপর্যায়ে আওয়ামী লীগের নেতারা গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেন। তারা সিটি কলেজের সামনের রাস্তা (ধানমন্ডি ২নং রোড) দিয়ে হাঁটতে হাঁটতে জিগাতলা মোড়ের দিকে যেতে থাকেন।

এসময় ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা ‘কমিটি চাই, কমিটি চাই’ স্লোগান দিতে দিতে তাদের পিছু নেন। ছাত্রলীগের অনেক কর্মী রাস্তায় বসে, শুয়ে আওয়ামী লীগ নেতাদের রাস্তা অবরোধের চেষ্টা করেন। পরে সীমান্ত স্কয়ারের সামনে পৌঁছালে ছাত্রলীগ নেতাকর্মীরা রাস্তা ছেড়ে দেন। পরে আওয়ামী লীগ নেতারা গড়িতে চড়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

Exit mobile version