শনিবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে নিতাইগঞ্জের তালপট্রি এলাকার একটি দুই তলা ভবনে এ ঘটনা ঘটে।
মণ্ডলপাড়া ফায়ার স্টেশন অফিসার হামিদুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত অবস্থায় সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে তাৎক্ষণিক বিস্ফোরণের কারণ জানাতে পারেননি তিনি। বলেন, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। এখন উদ্ধার কাজ চলছে।
ভবনটির নিচ তলায় ডালের গুদাম ছিল বলে জানা গেছে।