ইমা এলিস নিউ ইয়র্ক: নিউ ইয়র্ক প্রবাসী সুপ্রতিষ্ঠিত হোম কেয়ার ব্যবসায়ী আশা গ্রুপের সিইও এবং সাপ্তাহিক সাদাকালো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মণ্ডলীর সভাপতি আকাশ রহমানের বাবা মরহুম শামসুর রহমানের কুলখানি অনুষ্ঠিত হবে আগামী সোমবার (১২ আগস্ট) জ্যাকসন হাইটসে। এখানে দোয়া মাহফিলের পাশাপাশি থাকবে খাবার বিতরণ।
মরহুম শামসুর রহমান ২০১০ সালে ঢাকার হৃদরোগ ইনিস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মরহুম শামসুর রহমান পাবনার একটি হাই স্কুলের ইংরেজী শিক্ষক ছিলেন। তিনি দীর্ঘ সময় ধরে একজন শিক্ষাবিদ হিসেবে শিক্ষা প্রসারে ব্যাপক ভূমিকা রাখেন। পরবর্তীতে ব্যবসা ও সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করেন। মৃত্যুকালে শামসুর রহমান তিন পুত্র ও চার কন্যা সন্তান রেখে যান। সবাই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিন। তাঁর ষষ্ঠ সন্তান আকাশ রহমান নিউ ইয়র্কে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এছাড়া কমিউনিটি বিনির্মানে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছেন। পিতার কুলখানি উপলক্ষ্যে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হয়েছে আশা গ্রুপের পক্ষ থেকে। দোয়া মাহফিলে সবাইকে উপস্থিত থাকার আহবান জানিয়ে তার বাবার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা কামনা করেছেন আশা গ্রুপের সিইও আকাশ রহমান।