রবিবার, ১১ এপ্রিল ২০২১, ০৭:২৫ অপরাহ্ন
বিরামপুর থেকে মোঃ রেজওয়ান আলী
দিনাজপুর জেলার হাকিমপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দু’দিন পর কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে রংপুর পলিটেকনিক কলেজের ছাত্র মারুফ হোসেন মুন্না নিখোঁজ হন।শুক্রবার সকাল ১১টার দিকে মারুফ হোসেন মুন্না সহপাঠীদের সঙ্গে উপজেলার সীমান্তঘেঁষা ঘাসুরিয়ার ছোট যমুনা নদীর পাড়ে ফুটবল খেলছিলেন। খেলা শেষে ওই নদীতে মুন্নাসহ কয়েকজন গোসল করতে নামেন। নদীর এপার থেকে ওপারে যাওয়ার সময় তলিয়ে যান তিনি।
দু’দিন ধরে স্থানীয় ফায়ার সার্ভিস এবং ডুবুরিরা নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। গতকাল রোববার মধ্যরাতে ঘটনাস্থল থেকে আট কিলোমিটার দক্ষিণে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুরে তার লাশ ভেসে ওঠে। স্থানীয় জেলেরা নদীতে মাছ ধরার জন্য গেলে লাশটি দেখতে পান। পরে ঘটনাটি জানাজানি হলে পরিবারের লোকজন মুন্নার লাশ শনাক্ত করেন। মারুফ হোসেন মুন্না উপজেলার নন্দীপুর গ্রামের স্কুলশিক্ষক মো. মতিয়ার রহমানের ছেলে।