নোয়াখালীর ডিসি সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সাথে মতবিনিময় সভায়

মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মোঃ বেল্লাল হোসেন নাঈম,
স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে নোয়াখালী জেলায় নব যোগদানকৃত জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলাস্হ বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন মিলনায়তনের এ মতবিনিময় সভায় বীরমুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা নাজনীন তৃষার সঞ্চালনায় ও সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, সোনাইমুড়ী পৌরসভার মেয়র ভিপি নুরুল হক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার পারুল, মুক্তিযোদ্ধাদের সাবেক কমান্ডার মাষ্টার আবু ইউছুফ, সাবেক কমান্ডার গোলাম মাওলা, সোনাইমুড়ী অন্ধকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভুঁইয়া, বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন এর পুত্রবধূ, ইউপি চেয়ারম্যানদের পক্ষে ১নং জয়াগ ইউপির চেয়ারম্যান শওকত আকবর পলাশ, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এমরান হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, গান্ধী আশ্রম ট্রাস্টের প্রতিনিধি, এনজিওদের পক্ষে ব্র্যাকের জেলা সমন্বয়কারী, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি পতিত বন্ধু দেবনাথ খোকন, সাংবাদিক প্রতিনিধি বেলাল হোসেন ভুঁইয়া।
মতবিনিময় সভার প্রধান অতিথি জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, পর্যটনের দিক থেকে নোয়াখালী একটি সম্ভাবনাময় জেলা, নোয়াখালীতে গৃহীত সরকারি কর্মপরিকল্পনা গুলো বাস্তবায়ন হলে নোয়াখালী হবে একটি আদর্শ জেলা। মুক্তিযোদ্ধাদের স্বপ্ন এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কর্মপরিকল্পনা চলমান রেখেছেন তার বাস্তবায়ন শেষ হলেই জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পুরণ হবে। জেলা প্রশাসক নোয়াখালী তথা সোনাইমুড়ীর সকল উন্নয়ন অগ্রগতিতে সোনাইমুড়ীবাসীর সাথে থাকার আশ্বাস দেন।
দ্বিতীয় পর্বে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোভিড-১৯ সামগ্রী প্রতিষ্ঠান প্রধানদের কাছে বিতরণ করা হয়। তৃতীয়পর্বে সোনাইমুড়ী উপজেলা ভুমি অফিসের আয়োজনে ভুমি সেবা প্রদান কার্যক্রম সহজীকরণ ও সম্প্রসারণ এবং সম্মানিত নাগরিকগণের অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়। শুনানি গ্রহণ করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কবির হাসান।
শেষ পর্বে অনুষ্ঠানের সভাপতি ও সোনাইমুড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান কে শুভেচ্ছা স্মারক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন।
Exit mobile version