প্রেস রিলিজ*** অদ্য ১১/০২/২০২৪ খ্রি. তারিখ জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার চরজব্বর থানা এলাকা হতে অভিভাবকহীন একটি শিশু পাওয়া যায়। শিশুটির বয়স অনুমান (৮) বছর হইবে। তাহার নিকট হইতে নিম্নলিখিত তথ্য পাওয়া যায়। নাম: মোঃ শামীম বয়স: অনুমান- ৮ বছর পিতা: মোতালেব মাতা: তাহমিনা ঠিকানা: পাগলার মোড়, থানা: জানেনা জেলা: জানেনা সে টাঙ্গাইল, গাজীপুর অথবা নারায়ণগঞ্জ এলাকার ভাষায় কথা বলে। তাহার মা এলেঙ্গা এলাকায় গার্মেন্টসে চাকরি করে। ছেলেটির নানার বাড়ি কালিহাতী পালকি বাজার। শিশুটির প্রকৃত অভিভাবক এর সন্ধান পাওয়া গেলে জানানোর জন্য অনুরোধ করা হলো। বর্তমানে শিশুটি চরজব্বর থানা, নোয়াখালী আছে। ডিউটি অফিসার 01320-111168 .চরজব্বর থানা, নোয়াখালী।
বাংলাদেশ–সংক্রান্ত প্রশ্নে বেদান্ত প্যাটেল মৌলিক স্বাধীনতা ও মানবাধিকারকে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আছে, এমন দেশগুলোতে মৌলিক স্বাধীনতা ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করার ওপর জোর দিয়ে আসছে ওয়াশিংটন। মঙ্গলবার (৩...