নোয়াখালী জেলার চরজব্বর থানা এলাকা হতে অভিভাবকহীন একটি শিশু পাওয়া যায়

প্রেস রিলিজ*** অদ্য ১১/০২/২০২৪ খ্রি. তারিখ জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার চরজব্বর থানা এলাকা হতে অভিভাবকহীন একটি শিশু পাওয়া যায়। শিশুটির বয়স অনুমান (৮) বছর হইবে। তাহার নিকট হইতে নিম্নলিখিত তথ্য পাওয়া যায়। নাম: মোঃ শামীম বয়স: অনুমান- ৮ বছর পিতা: মোতালেব মাতা: তাহমিনা ঠিকানা: পাগলার মোড়, থানা: জানেনা জেলা: জানেনা সে টাঙ্গাইল, গাজীপুর অথবা নারায়ণগঞ্জ এলাকার ভাষায় কথা বলে। তাহার মা এলেঙ্গা এলাকায় গার্মেন্টসে চাকরি করে। ছেলেটির নানার বাড়ি কালিহাতী পালকি বাজার। শিশুটির প্রকৃত অভিভাবক এর সন্ধান পাওয়া গেলে জানানোর জন্য অনুরোধ করা হলো। বর্তমানে শিশুটি চরজব্বর থানা, নোয়াখালী আছে। ডিউটি অফিসার 01320-111168 .চরজব্বর থানা, নোয়াখালী।

Exit mobile version