নড়াইল প্রতিনিধঃ নড়াইলে তিন মাদক কারবারি ফেনসিডিলসহ ডিবি পুলিশের হাতে আটক হয়েছে। নড়াইল শহরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাজ থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে কত পিচ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে তা জানা জায়নি।জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই জামারত আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নড়াইল শহরের বিভিন্ন স্পটে ফেনসিডিল ও ইয়াবা বেচা-বিক্রি করছে। এ সময় এসআই জামারত আলীর নেতৃত্বে একদল ডিবি পলিশ নিয়ে বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে তাদেরকে
আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।