শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০১:৫১ পূর্বাহ্ন
উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি■ ‘চিরচেনা সবুজের মতো মায়াবী এই নড়াইল জেলার চিত্র এরকম কখনো ছিলনা, এখানেই নেই কোন রাজনৈতিক বৈরিতা, আছে বহুকাল ধরে রাজনৈতিক সুস্থ সংস্কৃতির এক মহান ঐতিহ্য। আর এভাবেই এখানে বেড়ে উঠছে প্রজন্ম থেকে প্রজন্ম। কিন্তু হঠাৎ করে সবকিছু উলটপালট করে শহরের অতীত ইতিহাসকে ম্লান করে প্রশ্নবিদ্ধ করে তুলেছে এখানকার সবমহলের মানুষজনকে। রাজনৈতিক ছত্রছাঁয়ায় বাড়ছে অপরাধ, ঘটছে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা। নানা সময়ে ঘটে যাওয়া এসব ঘটনার ভূমিকা নিয়েও প্রশ্ন অনেকের। প্রতিটি ঘটনা ঘটার পরে পুলিশি তৎপরতা বাড়লেও সময় বাড়ার সাথে সাথে বদলে যায় সবকিছু। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, নড়াইলে মাদকসেবীদের হামলায় ইউপি সদস্যসহ আহত-৩ খুলনা মেডিকেলে ভর্তি, নড়াইলের বিভিন্ন স্পটে হাত বাড়ালেই ইয়াবা আর ফেনসিডিল আটক ৩ নড়াইলে তিন মাদক কারবারি ফেনসিডিলসহ ডিবি পুলিশের হাতে আটক হয়েছে। নড়াইল শহরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাজ থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে কত পিচ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে তা জানা জায়নি। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই জামারত আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নড়াইল শহরের বিভিন্ন স্পটে ফেনসিডিল ও ইয়াবা বেচা-বিক্রি করছে। এ সময় এসআই জামারত আলীর নেতৃত্বে একদল ডিবি পলিশ নিয়ে বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। নড়াইলে ইয়াবাসহ চাকুরিচ্যু সেনাসদস্য এস এম সৌরভ হোসাইনকে (৩৭) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলা কারাগারের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সৌরভ মাগুরা জেলা সদরের ভিটাসাইর গ্রামের এস এম মোক্তার হোসাইনের ছেলে এবং নড়াইল আনসার ক্যাম্প এলাকায় ভাড়া থাকেন। অপর দিকে থানা পুলিশ ৫’শ পিস ইয়াবাসহ এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী রমজান মোল্যা (৩৫) কে আটক করেছে। সে অভিনব কায়দায় পেটের ভিতর ইয়াবা পাচার করছিল। কালনা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে চট্রগ্রামসহ একাধিক থানায় মাদক মামলা রয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের লোহাগড়া থানার এসআই মিলটন কুমার দেবদাস ও আতিকুজ্জামান সংগীয় এএসআই শিকদার হাসিবুর রহমান ও ওবায়েদ শেখ ভোরে রাতে কালনা ফেরিঘাট এলাকা থেকে উপজেলার কামঠানা গ্রামের মৃত উলফাত মোল্যার ছেলে রমজান মোল্যাকে আটক করে। এ সময় তার প্যান্টের পকেট থেকে ৫০পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে রমজানের স্বীকারোক্তি মোতাবেক রমজানকে ওষুধ খাইয়ে তার পেটে থাকা ৪৫০পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। রমজান জানায়, সে কক্সবাজারের উখিয়া থেকে পেটের ভেতরে ইয়াবা বহন করে নড়াইলের লোহাগড়ায় আসছিল। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় দেড় লাখ টাকা। মঙ্গলবার ভোরে রাতে রমজানের বিরুদ্ধে চট্টগ্রামে মাদক মামলা রয়েছে এবং ২০১২ সাল থেকে ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত। পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ইয়াবা ব্যাপারে কোনো ছাড় নয়। জেলাকে মাদকমুক্ত করতে আমরা আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছি। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। অপর দিকে নড়াইলে ইয়াবাসহ চাকুরিচ্যু সেনাসদস্য এস এম সৌরভ হোসাইনকে (৩৭) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলা কারাগারের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সৌরভ মাগুরা জেলা সদরের ভিটাসাইর গ্রামের এস এম মোক্তার হোসাইনের ছেলে এবং নড়াইল আনসার ক্যাম্প এলাকায় ভাড়া থাকেন। ডিবি পুলিশের এসআই তাহিদুর রহমানের নেতৃত্বে এএসআই আনিস, নাহিদ, কনস্টেবল শ্রীনারায়ন, সরোয়ার, মফিজ, বাবু মোহন কুডু, সুফিয়ান ও রকিব মাদক কারবারি সৌরভকে আটক করে। নড়াইল জেলা কারাগার এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে এসে পুলিশের হাতে ধরা পড়ে সৌরভ। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, রাতে ইয়াবাসহ চাকুরিচ্যু সেনাসদস্য এস এম সৌরভ হোসাইনকে (৩৭) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নড়াইল জেলা ইয়াবামুক্ত করার লক্ষ্যে ইয়াবা বিরোধী অভিযান অব্যাহত আছে। নড়াইল জেলা ডিবি পুলিশের ইয়াবা বিরোধী বিশেষ অভিযান চলাকালীন সময়। নড়াইল জেলার কালিয়া থানার একধিক (৬টি) মাদক সহ মারামারি মামলার পলাতক আসামি মোঃ জুয়েল মোল্যা (লাল চিন্হিত) ও তার সহযোগি মোঃ শাকিল ভূইয়া সাং বনগ্রাম, থানাঃ কালিয়া, জেলা নড়াইলের কালিয়া থানাধিন বনগ্রাম বাজার থেকে ৭০ পিস ইয়াবা সহ, জেলা ডিবি পুলিশের এসআই তাহিদুর রহমান এর নেতৃতে এ এসআই আনিস, এ এসআই নাহিদ, কং রকিব, সরোয়ার, বাবু মোহন কুনডু, সুপিয়ান, মফিজসহ গ্রেফতার করে কালিয়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে। মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালীন সময় জেলা ডিবি পুলিশের এসআই জানান, নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপি এম (বার)। নির্দেশে গতকাল, নড়াইল জেলা ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালীন সময় নড়াইরেল কালিয়া থানাধিন বনগ্রাম বাজার থেকে ৭০ পিচ ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়। নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপি এম (বার) বলেন আপনার পরিবারে কেউ যদি ইয়াবা সাথে জড়িত থাকে তাহলে পুলিশে দিন। শুধু ধরলেই ইয়াবা রোধ করা যাবেনা। ইয়াবার ডিমান্ড শুন্য করতে হবে। নড়াইল জেলা ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালীন সময়। নড়াইল নতুন বাস টার্মিনাল এলাকা থেকে মোহাম্মদ আনোয়ার বিশ্বাস (৪৫) নামে এক জনকে ৯ বোতল ভারতীয় ফেনসিডিল সহ গ্রেফতার করে সদর থানায় নিয়মিত মামলা হয়েছে। নড়াইল মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালীন সময় জেলা ডিবি পুলিশের এসআই জানান, নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপি এম (বার)। নির্দেশে নড়াইল জেলা ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালীন সময় ৯ বোতল ভারতীয় ফেনসিডিল সহ তাকে গ্রেফতার করি। নড়াইলে ডিবি পুলিশের অভিযানে পালাতক আসামী গ্রেফতার। ডিবি এস আই সৈয়দ জমারত আলীর গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলে ৩টি জি আর মামলার পলাতক আসামী ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়। দিবাগত গভীর রাতে ডিবি সৈয়দ জামারত এর নিকট সংবাদ আসে নড়াইল সদর থানাধীন জুড়–লিয়া গ্রামের মোঃ শাম শেখের ছেলে ৩টি জি আর মামলার পলাতক আসামী মোহাম্মদ আকিদুল ইসলাম (৩২) নড়াইলের লোহাগাড়া থানা এলাকায় ঘোরাঘুরি করছে। জেলা ডিবি পুলিশের এসআই জানান, নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপি এম (বার)’র নির্দেশে নড়াইল জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ঐ এলাকা থেকে উক্ত পলাতক আসামীকে গ্রেফতার করে থানা হাজতে প্রেরণ করেন। মাদকের রাশ টেনে ধরতে ‘অল আউট’ অ্যাকশনের পাশাপাশি কৌশলী তৎপরতাও শুরু করেছে পুলিশ। মাদক কারবারিদের সব ধরনের ‘চাতুর্য’ মাথায় নিয়ে নতুন আঙ্গিকে অব্যাহত রয়েছে কার্যকর অভিযান। ধরাছোঁয়ার বাইরে থাকা কারবারিদের গ্রেফতারের বিষয়টিও সবিশেষ গুরুত্ব পাচ্ছে। মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের কঠোর পথে শক্ত অবস্থানের বিষয়টি আবারো স্পষ্ট করে এদিন পুলিশ সদর দপ্তরে অপরাধ পর্যালোচনা সভায় আইজিপি বলেছেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছি। মাদকের সাথে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তিনি যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকের অভিযোগ প্রমাণিত হলে কোন ছাড় দেওয়া হবে না। জঙ্গিবাদ দমনে গোটা বিশ্বেই রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বারবার পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গুরুত্বের সঙ্গেই তাদের জীবন বিসর্জন দেওয়ার কথাও বলেছেন। জঙ্গিবাদের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি গোয়েন্দ নজরদারি বৃদ্ধি করতেও পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ প্রধান ড.জাবেদ। তিনি বলেন, ‘বর্তমানে দেশে জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে রয়েছে। জঙ্গিবাদ প্রতিরোধে পুলিশের বিশেষায়িত ইউনিটসহ অন্যান্য ইউনিটকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জঙ্গিদের কার্যক্রম এবং তাদের অবস্থান সম্পর্কে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করতে হবে। নড়াইলের কালিয়ায় পৃথক ঘটনায় ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছে। উপজেলার হামিদপুর ইউনিয়নের চালিতাতলা গ্রামে খালে মাছ ধরাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আসলাম গাজী (৪৪) নিহত হয়েছে। আসলাম ওই গ্রামের ইদ্রিস গাজীর ছেলে। এর আগে ওইদিন উজ্জ্বল রায় নিজস্ব প্রতিনিধি জানান, সকাল ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে ২০ রাউন্ড ফাকা গুলিবর্ষন করে পুলিশ। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, স্থানীয়রা জানান, কালিয়ার চালিতাতলা গ্রামের কাদের মোল্যা ও ইদ্রিস গাজী সমর্থকদের মধ্যে দীর্ঘদিন যাবত আধিপত্যে বিস্তার নিয়ে কোন্দল চলে আসছিলো। এর জের ধরে বুধবার সকালে ওই গ্রামের খালে মাছ ধরাকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় ইদ্রিস গাজী, তার ছেলে আসলাম গাজী ও রিফায়েত মোল্যাসহ অন্তত পাঁচজন আহত হন। গুরুতর আহত আসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। অন্যদিকে চাচিকে অনৈতিক প্রস্তাবের প্রতিবাদ করায় নড়াইলের নড়াগাতি বাজারে কম্পিউটার দোকানি জহিরুল মোল্যাকে (২৪) পিটিয়ে হত্যা করেছে বখাটেরা। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত জহিরুল নড়াগাতি গ্রামের আকুব্বর মোল্যা (আকুর) ছেলে নিহত জহিরুলের স্বজনেরা জানান, জাহিদ ও রেজওয়ান ছাড়াও নড়াগাতি এলাকার লস্কর ফিরোজ আহমেদ, তার ভাই জাফর ও মানিকসহ মোস্ত, ইলিয়াস ও ইকরাম লস্কর এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ রয়েছে। সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রিপন চন্দ্র সরকার বলেন, চালিতাতলা গ্রামের গাজী এবং মোল্লা দের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে কোন্দল চলে আসছিলো তার প্রেক্ষিতে খালে মাছ ধরাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আসলাম গাজী নিহত হয়েছে এবং অন্তত ৪ জন আহত হয়েছে। অপরদিকে জহিরুল মোল্যার চাচিকে পাশের কামশিয়া এলাকার জাহিদ ও তার সহযোগী রেজওয়ান কুপ্রস্তাব দেয়ার প্রতিবাদ করায় জাহিদসহ তার সহযোগীরা জহিরুলকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় জহিরুলকে তার দোকানের সামনে মাথায় কাঠ দিয়ে গুরুতর আঘাত করলে খুলনায় নেয়ার পথিমধ্যে তিনি মারা যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদেও জন্য ৫ জনকে আটক করা হয়েছে।