নড়াইলে বহিষ্কৃত আওয়ামী লীগের নেতা  ভূমিদস্যুর  বিরুদ্ধে  সাংবাদিক সম্মেলন

এস খতিয়ানের ৬২০ নং খতিয়নের ৪৬৩ দাগে ৮৫ শতক  জমি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার  কলোড়া ইউনিয়নের  বীড়গ্রামের চিহ্নিত ভূমিদস্যু উৎপল বিশ্বাসের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন হয়েছে।  রবিবার ( ১৯ ডিসেম্বর)  বিকালে বীড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে এ সাংবাদিক সম্মেলন হয়।  সাংবাদিক সম্মেলনে লিখিত  বক্তব্যে পাঠ করেন শরৎ বিশ্বাসের ছেলে দিলিপ বিশ্বাস। তিনি  বলেন, আর,এস খতিয়ানের ৬২০ নং খতিয়নের ৪৬৩ দাগে ৮৫ শতক  জমি শরিকনা মতে এলাকাবাসী  ও সর্ব সাধারনের জানামতে সু- দীর্ঘ কাল যাবৎ ভোগদখল করে আসছিলাম। ইতিমধ্যে আমার নিজ গ্রাম ভূমিদস্যু নামে খ্যাত শচিন্দ্রনাথ বিশ্বাসের ছেলে  উৎপল বিশ্বাস উক্ত জমি সু- কৌশলে  জাল জালিয়াতি দলিল সৃষ্টি করে
আমার সু-দীর্ঘ কাল যাবৎ শান্তি পূর্ণ স্বত্ব দখলীয় উক্ত শরিকানা জমি জোর দখল করেছে। এছাড়া উৎপল বিশ্বাস এক জন গাছ চোর, নানা রকম দূর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের সাথে  জড়িত রয়েছে।  ইতিমধ্যে  তাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, দিলিপ বিশ্বাস, দুলাল বিশ্বাস, বিনীত হালদার, সীবনাথ বিশ্বাস, শংকর , সন্জয় বিশ্বাস, চন্দনা হালদার,দিপিকা বিশ্বাস, উপস্থিত  সকলে বীরগ্রামের এই চিহ্নিত ভূমিদস্যূ, গাছ চোর,  ও সন্ত্রাসী উৎপল বিশ্বাসের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।  সেই সাথে জমির প্রকৃত মালিককে দখল বুঝে পেতে সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের প্রতি আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে।
Exit mobile version