jahir
- ২৭ জানুয়ারী, ২০২০ / ৩১ জন দেখেছেন
উজ্জ্বল রায় নড়াইল থেকেঃ নড়াইলের লাহুরিয়া প্রসন্ন পাড়া এলাকা থেকে মৃত আবু মোল্ল্যার ছেলে মোঃ শফিক (৩৫)কে (একশত) পিস ইয়াবাসহ রাত ৮ টার সময় লাহুরিয়া প্রসন্ন পাড়ার বসতবাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।উজ্জ্বল রায় নড়াইল থেকে জানান, আর এ অভিযান পরিচাল না করে এস.আই মিলটন, এস.আই আতিকুজ্জামান, পি.এস.আই মাহফুজুর রহমান, এ.এস.আই ওবাইদুল্লাহ, এ.এস.আই হাসিব সহ সংগীয় ফোর্স। তার বিরুদ্ধে রবিবার রাত ৮ টার দিকে নড়াইলের লোহাগড়া থামায় মামলা রুজু করা হয়েছে। উজ্জ্বলরায় নড়াইল থেকে।