দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীতে হোটেল কক্ষে ইয়াবা সেবনে বাঁধা দেয়ায় সন্ত্রসীদের ছোড়া প্রেটোলের আগুনে ঝলসানো সেই হোটেল ম্যানেজার জাহাঙ্গীর ফকির (৩৮) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিটে ঘটনার ৬দিন পর মৃত্যু ঘটেছে। তার মৃত্যুর খবর দুমকি উপজেলার চরগরবদি নিজের গ্রামের বাড়িতে পৌছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গত ২জুন সন্ধ্যায় পটুয়াখালী শহরের ফটিকের খেয়াঘাট সংলগ্ন সিকদার রেষ্টহাউসে ঢুকে শহরের চিহ্নিত সন্ত্রাসী সাকিব গাজীর নেতৃত্বে অজ্ঞাত দুবৃত্তচক্র হোটেল ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের গায়ে প্রেট্রোল ঢেলে অগ্নিসংযোগে ঘটনাটি ঘটায়। হোটেলের কর্মচারিরা অগ্নিদগ্ধ জাহাঙ্গীরকে উদ্ধার করে প্রথমে পটুয়াখালী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরের দিন ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়। টানা ৬দিন মৃত্যু যন্ত্রণা ভোগের পর বুধবার ভোররাত ৪টার দিকে মৃত্যুর মুখে ঢলে পড়ে। এব্যাপারে নিহতের ছোভাই জামাল ফকির গত ৬জুন অভিযুক্ত সাকিব গাজীসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধেপটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং ০৮। অভিযুক্ত বখাটে সাকিব গাজী ফটিকের খেয়াঘাট এলাকার শাহিন গাজীর ছেলে।
ঘটনার বিবরণে জানাযায়, পটুয়াখালী শহরের ফটিকের খেয়াঘাট সংলগ্ন সড়কের চিহ্নিত সন্ত্রাসী সাকিব গাজী ও তার নেশাসক্ত কয়েক সহযোগী প্রায়শ:ই সিকদার রেস্টহাউসে জোড়পূর্বক রুমে ঢুকে নেশার আড্ডা বসিয়ে মাতলামি, বয়-বেয়ারাকে মারধর এমনকি ক্যাশ থেকে নগদ টাকা ছিনিয়ে নিয়ে যেত। এলাকার বখাটে নেশাসক্ত সন্ত্রাসীদের ভয়ে সবাই তটস্থ থাকলেও ম্যানেজার জাহাঙ্গীর এর প্রতিবাদ করে এবং ঘটনার কয়েকদিন পূর্বে সাকিবের পিতা শাহীন গাজীর কাছে বিচার দেয়। এই আক্রোশে বখাটে সাকিব গাজী ও তার সহযোগী ৩/৪জন সন্ত্রাসী ঘনটার দিন সন্ধ্যা ৭টার দিকে সিকদার রেস্টহাউসে ঢুকে রুমের চাবি চায়। ম্যানেজার জাহাঙ্গীর রুমের চাবি দিতে অপারগতা প্রকাশের ক্ষোভে উত্তেজিত হয়ে তাদের সাথে থাকা পলিথিনের পেট্রেল ছুড়ে মারে এবং ম্যাচলাইট দিয়ে জাহাঙ্গীরের গায়ে আগুন ধরিয়ে দ্রæত পালিয়ে যায়। হোটেলের অন্যান্য সহকর্মীরা পানি ঢেলে আগুন নেভায়। ততক্ষনে জাহাঙ্গরের মুখমন্ডলসহ শরীরের দুইতৃতীয়াংশ ঝলসে যায়। মুমুর্ষাবস্থায় তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরের দিন ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিটে ৫দিন চিকিৎসারত অবস্থায় বুধবার ভোররাতে মৃত্যু হয়।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, এঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাঙ্গীরের লাশ ঢাকা থেকে রওয়া দিয়ে চরগরবদি গ্রামের বাড়িতে আসার পথে রয়েছে।
#
Post Views: ১৭১
Like this:
Like Loading...
Related