শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পতœীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পতœীতলায় আসন্ন
পবিত্র রমজান মাস/২২ উপলক্ষে “টিসিবি” কর্তৃক ন্যাযমূল্যে পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে
মিডিয়া ও সংবাদ কর্মীদের অবহিত করণের জন্য প্রেস ব্রিফিং গত শনিবার বিকালে
উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
পতœীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন সরকারের সভাপতিত্বে উক্ত অবহিত করণ
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা,
পিআইও আবু সোয়েব খান, উপজেলা দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা কর্মকর্তা
মনিরুজ্জামান, অন্যান্য কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ প্রমুখ।
প্রথম অবস্থায় উপজেলায় ১৫হাজার ৬৬ জনকে “টিসিবি” এর পণ্য সরবরাহের কার্ড প্রদান
করা হয়েছে এবং রবিবার উপজেলার পতœীতলা উচ্চ বিদ্যালয় মাঠে “টিসিবি” এর পণ্য
সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।