বায়েজিদ, পলাশবাড়ী(গাইবান্ধা) :
গাইবান্ধার পলাশবাড়ীতে নব বধুর উপর অভিমান করে নিজের শয়ন ঘরের তীরের সাথে গলায় ওড়না পেছিয়ে স্বামীর আত্বহত্য ।খবর পয়ে পলাশবাড়ীর থানা পুলিশ যুবকের মরদেহ উদ্ধার করে।
১৫ মার্চ শনিবার সকালে উপজেলার মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হলেন পলাশবাড়ী পারবতীপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে হৃদয় (২২)।
এলাকা বাসী ও নিহত পরিবার সুত্রে জানা গেছে, হৃদয় মিয়া প্রায় ১০ দিন আগে বন্ধুর স্ত্রী লামিয়া আক্তার মৌকে স্ত্রী হিসেবে বিয়ে করে বাড়ীতে নিয়ে আসে। সেখানে ঘর সংসার করা অবস্থায় লামিয়া বাবার বাড়ীতে ফিরে যেতে চায়,এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াও হয়। এরি ধারাবাহিকতায় গতরাতে আবারও বাবার বাড়ী যাওয়া নিয়ে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়। ভোর বেলা লামিয়া দেখতে পায় হৃদয়ের মরদেহ ঝুলিয়ে রয়েছে।
লামিয়া জানান,আমাদের সম্পর্ক করে বিয়ে হয়েছে।আমার আগের স্বামী-সন্তান আছে। কাল রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে হৃদয় গলায় ফাঁসি দেয়ার চেষ্টা করেছিল আমি বাঁচানোর চেষ্টা করেছিলাম। তবে পরে আবর কখন ফাঁস দিয়েছে আমি বুঝতে পারিনি।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো জানান,হৃদয়ের স্ত্রী ও পরিবারের লোকজন থানায় এসেছে,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ব্যবস্থা নেওয়া হবে।
নিহত,র পরিবার ও এলাকাবাসীর কোন অভিযোগ না থাকায় উক্ত ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান আজাদুল ইসলাম নিহতের লাশ দাফনের কাজ শুরু করেছেন।