প্রেস বিজ্ঞপ্তি
১৫ দলীয় সমমনা গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিতভাবে বিগত ফ্যাসিবাদ সরকার যুদ্ধাপরাধের ঠুনকো অজুহাতে জামাত-বিএনপিসহ দেশপ্রেমিক আলেম ওলামাদেরকে গ্রেফতার করে জেলে বন্দী করে রেখেছে। অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের দায়ে অপরাধী কাদের সিদ্দিকীর বীর উত্তম খেতাব বাতিল করে অবিলম্বে তাকে গ্রেফতারের দাবি জানান। মজলুম কারাবন্দী নেতা এটিএম আজহারুল ইসলাম, সৈয়দ মোঃ হোসাইন, মোঃ ফখরুজ্জামান, মোঃ আবু তাহেরসহ সকল মজলুম নেতাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করেন। পিলখানা হত্যাকান্ডে মাস্টারমাইন্ড ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাসির রায় কার্যকর করার দাবি জানান এবং ২৫ শে ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস ঘোষণা করার জোর দাবি করেন।
২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে মাজলুমের ডাক আয়োজিত পিলখানা হত্যাকান্ডের বিচার দ্রুত সম্পন্ন করে, হাসিনার ফাঁসি কার্যকর করা, ২৫ শে ফেব্রুয়ারীকে জাতীয় শোক দিবস ঘোষনা করা এবং মানবতা বিরোধী অপরাধে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে দীর্ঘদিন যাবৎ এটি এম, আজহারুল ইসলাম, কিশোরগঞ্জের সৈয়দ মোঃ হুসাইন, ময়মনসিংহের ফখরুজ্জামান, নেত্রকোণার আবু তাহেরসহ সকল বন্দিদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাজলুমের ডাক এর সভাপতি মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার আনসারীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি নুরুল হুদা ডিইউক, সৈয়দ মোঃ আহসান, যুগ্ম সম্পাদক মোঃ শাহ আলম, মোঃ অয়াহিদুজ্জামান, সৈয়দ মোঃ হাসান প্রমুখ।