লেখক : মেহেদী হাসান তামিম
।
দিতে পারবো না তোমায় মনি মানিক্য হীরে রত্ন।
তোমার জন্য রাখতে পারি তুলে এক মহাকাশ অনন্ত যত্ন।
ওগো কাশবনের মেয়ে তোমার জন্য করব শিকার
জগতের যত নক্ষত্র পড়ন্ত।
জানিনা কোন সে বাহন তোমার প্রয়োজন ।
দিতে পারি শুধু ধবধবে তুলতুলে কিছু সাদা শিমুল তুলোদের দল অনিন্দ্য স্বাচ্ছন্দে আনবে তোমায় ভাসিয়ে আনবে আমার এ প্রকৃতিসম নীড়ে, ভীড়কে রেখে দূরে।
রুবির হারে থাকে যদি তোমার শখ, পাবেনা
চাইলে ঘরের সামনে বসিয়ে দিব চাঁদের আলোর হাট ।
কিছু আলো তার বাকীতে নিয়ে দেব গড়ে গলার সাধ।
ওগো রোদের দেশের কন্যা, ও তুমি অনন্যা
উর্বর কোন ক্ষেত দোফসলা জমি নেইগো আমার,
আমি নইযে কোন জমাধিরাজ
পাইক পেয়াদা বরকন্দাজীদের দিয়েছি চিরছুটি
তবু করবে তোমায় কুর্ণিশ পোষা কুনোব্যাঙ আর আছে মাছদল পুঁটি।
হয়তো জ্বলবে না চুলো বছর থেকে বছর
ভেবোনা সোনা, চুমু চুমুতে মিটাবো খিদে প্রতিপ্রহর
পেয়ে আমার ঠোটের পরশ উঠবে কেঁপে তিরতির
কমলাকোষ ওষ্ঠযুগল তোমার রসালো টসটসে মিষ্টিতায় ভরপুর
আরো নিবিড় আরো বিদ্যুদ্দাম হয়ে বাঁধের জল দেব
সে ঠোটে ছেড়ে পরম চুমুময়তায়
নিষ্ঠা ভরে নিংড়ে দিব যত চাও তুমি সুখ।
জানি সোনা হয়তো সামান্য জলতেষ্টাই মিটবে তাতে
না হয় আরেকটু ওম দিব।
তাতেও যদি না মিটে খিদে আরো একবার শক্ত করে জড়িয়ে বুকের মাঝে পিষব চুমুতে চুমুতে পিষব বুকের খাঁজে, মনের ভাঁজে….
।
।
প্রকাশিত : অজ্ঞাত