বরেণ্য সাংবাদিক ও বাংলাদেশ প্রতিদিনের সাবেক নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে।
রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।
স্মরণসভায় গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।
উল্লেখ্য, ২০২২ সালের ৫ ফেব্রুয়ারি রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন পীর হাবিবুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর।
জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও পূর্বপশ্চিমবিডি. নিউজের প্রতিষ্ঠাতা জ্যেষ্ঠ সাংবাদিক পীর হাবিবুর রহমানের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর তার মরদেহ জাতীয় প্রেসক্লাবে নিয়ে আসা হয়। সেখানে পীর হাবিবুর…
বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক পীর হাবিবুর রহমানকে তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ শহরের পারিবারিক কবরস্তানে দাফন করা হবে। শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে মরহুমের ছোটো ভাই সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ এ তথ্য জানিয়েছেন। বরেণ্য সাংবাদিক পীর হাবিবুর রহমানের প্রথম জানাজা শনিবার বাদ এশা উত্তরা চার…
প্রতিবেদক: জ্যেষ্ঠ সাংবাদিক, রাজনীতি বিশ্লেষক, কলাম লেখক এবং বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৮ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৮ বছর। বাংলাদেশ প্রতিদিনের…