বাজারের ব্যাগ হাতে হিসেব মেলাতে মেলাতে যে মানুষের ঘাম টপ টপ করে ঝরে সেই
মানুষকে পুরুষ দিবসের শুভেচ্ছা। যাকে তার আয়ের চেয়ে বেশি আব্দার মেটাতে হয়,
ঘরের দ্বন্দ্ব এড়িয়ে যাকে কৌশলে চলতে হয়, যাকে পদে পদে ভাবতে হয় সবাইকে খুশি
করতে পারলাম তো-সেই মানুষের সুখ-দুঃখ নিয়ে এই সংসারে চর্চা করার আপন কে?
এমন অভাজনের দেখা আর কোথায় মেলে?
পুরুষ! জন্ম থেকে যে জোয়াল কাঁধে ওঠে মৃত্যুও তা নামাতে পারে না। কী ধন রেখে গেলো
বাছা?-সে হিসাব-নিকাশে উত্তরাধীকারীগণ বচসা করে, সমাজও তা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে!
জীবদ্দশায় সবার পাওনা মেটাতে অনেক শখ অপূর্ণই থেকে যায়। সব দায়িত্ব মেটাতে
মেটাতে ভরসার লাঠির ওপরে নিজের দায়িত্ব তুলে দিতে হয়। কখনো কখনো নিজের কথা
বলার মত একজন মানুষকেও আর পাশে পাওয়া যায় না। ভরসা করার বিশ্বস্থ কোন হাত
হাতে না। সব দুঃখ-দুর্দশার যারা দায়িত্ব নেয় সেই পুরুষদেরকে তাদের দিবসের শুভেচ্ছা
জানাতেই হয়।
সংসারে পুরুষের চেয়ে কাপুরুষের সংখ্যাও কম নয়। বিশ্বাস ভেঙ্গে দেয়া, দায়িত্ব না
নেয়া, যত্ন করে ঠকিয়ে দেয়া-এমন পুরুষদের জন্যই মানুষদের দুর্নাম হয়। এই
কাপুরুষদের ছাড়া বাকি সবাইকে পুরুষ দিবসের শুভেচ্ছা। দায়িত্ববান পুরুষ, বিশ্বস্ত
পুরুষ, যত্নবান পুরুষের জন্য সকাল-বিকাল তথা মহাকাল অবধি অপেক্ষা করা যায়।
একজন সঠিক মানুষের জন্য সূর্যের হেলে পড়া তাকিয়ে তাকিয়ে দেখা যায়! তাপে তাপে
নিজেকে পোড়ানো যায়! তবুও ভুল ঠিকানায় নয়!
পুরুষ! শব্দ হিসেবে ছোট। মানুষ হিসেবে কত-শত দায়িত্ব, কত কত ত্যাগ বিনা বাক্যে
সয়ে যেতে হয়-সে সংখ্যা সামান্য নয়। পুঞ্জিভূত ত্যাগের পিরামিডই পুরুষ! পুরুষ
কাণ্ডজ্ঞানহীন হলে একটা পরিবারের মৃত্যু ঘটে। সম্পর্ক হারিয়ে যায়। পুরুষকে শক্ত
কাঁধ দেয়া হয়েছে দায়িত্ব বয়ে বেড়ানোর জন্য। সে যদি ধূর্ত হয়, যদি ভাঙে মানসের
মন্দির তবে কাপুরুষের তকমা সেঁটে যায়।
সব পুরুষকে অভিবাদন। পিতাকে-পুত্রকে। পুরুষের ত্যাগের বিনিময় হয় না। বাবার
ত্যাগের হয়? প্রত্যেক পুরুষ পিতা, প্রত্যেক পুরুষ সন্তান। যদি কদর্যতা বাসা না
বাধে তবে মর্যদায়, সম্মানে, ভরসায়-বিশ্বাসে পুরুষের ছায়া সু-উচ্চ। সকল কায়াকে
পুরুষের ছায়া নিরাপদে রাখলে তবেই পুরুষ সত্যিকারের পুরুষ। জাগতিক শান্তি-অশান্তির
জন্য পুরুষ দায়িত্ববান নয়তো দায়ী। যে পুরুষ দায়িত্ব পালনে, সম্পর্ক ভাঙার মনস্তাপ
করে না সে পুরুষদিগকে পুরুষ দিবসের শুভেচ্ছা জানানোই যায়!
রাজু আহমেদ। কলামিস্ট।
raju69alive@gmail.com