পুলিশের অতিরিক্ত আইজি হলেন তিন কর্মকর্তা পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতি. আইজিপি) করা হয়েছে।
বুধবার (২ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হাবিবুর রহমান, জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক (ডিআইজি) সেলিম মো. জাহাঙ্গীর এবং ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।
জনস্বার্থে এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। এই তিনজনকে নিয়ে বর্তমানে পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক হলেন ২২ জন।
সেলিম জাহাঙ্গীর জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। ময়মনসিংহ রেঞ্জের দায়িত্বে রয়েছেন দেবদাস। হাবিবুর রয়েছেন টুরিস্ট পুলিশে।
জাহাঙ্গীর ও দেবদাস দুজনই বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা। হাবিবুর বিসিএস ১৭ ব্যাচের কর্মকর্তা।
পুলিশের ২২ জন অতিরিক্ত আইজির মধ্যে চারজন গ্রেড-১ এ রয়েছেন। এ বছরের শুরুতে দুই দফায় তাদের গ্রেড-১ দেওয়া হয়।
তারা হলেন- পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (প্রশাসন) কামরুল আহসান, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক এবং র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।
এর মধ্যে ডিএমপি কমিশনার ও র্যাবের ডিজির গ্রেড-১ পদ দুটি সুপারনিউমারারি। অর্থাৎ এই দুই কর্মকর্তার অবসরে যাওয়ার পর তাদের উত্তরসূরিরা স্বয়ংক্রিয়ভাবে গ্রেড-১ পাবেন না।