স্টাফ রিপোর্টার ॥ “সুস্থ দেহে সুস্থ মন- গড়ে তুলে ক্রিয়াঙ্গন” এই শ্লোগানকে সামনে রেখে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও দিনাজপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ফুটবল টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা এবং প্রধান পৃষ্ঠপোষক মোঃ রেহাতুল ইসলাম খোকা’র সার্বিক তত্ত্বাবধায়নে নবম বারের মতো দিনাজপুর ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টে ৩০ সেপ্টেম্বর সোমবার দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম সেমি ফাইনাল ম্যাচে বোদা উপজেলা ফুটবল একাদশকে হারিয়ে নবাবগঞ্জ উপজেলা দাউদপুর ফুটবল একাদশের জয়লাভ।
খেলা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ফুটবল টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা এবং প্রধান পৃষ্ঠপোষক মোঃ রেহাতুল ইসলাম খোকা। প্রধান অতিথি হিসেবে খেলোয়ারদের সাথে পরিচিতি গ্রহন করেন এবং খেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক মোঃ আকতারুজ্জামান জুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল করিম চৌধুরী (রেজা চৌধুরী), ওসি ইন্টিটিজেন্ট আব্দুল হাই, জেলা ক্রীড়া সংস্থার খেলোয়ার সৈয়দ সায়েম হোসেন মাদরাসাতুল হিকমাহ্ এন্ড আল হিকমাহ্ এর চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ সপু আহমেদ ও সদস্য সচিব মোহাম্মদ নাসিম। সেমি ফাইনাল ম্যাচে খেলতে নামেন বোদা উপজেলা ফুটবল একাদশ বনাম নবাবগঞ্জ উপজেলা দাউদপুর ফুটবল একাদশের। এই ম্যাচে বোদা উপজেলা ফুটবল একাদশকে ২-৩ গোলে হারিয়ে নবাবগঞ্জ উপজেলা দাউদপুর ফুটবল একাদশ জয়লাভ করে। রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন প্রধান রেফারী মোঃ অবায়দুর। ম্যাচ কমিশনার এসএম রাজিব। খেলার ধারা বর্ণনা করেন এসএম রফিক। ভিডিও ধারণ করেন বীরগঞ্জ শরিফ ভিডিও। নবাবগঞ্জ উপজেলা দাউদপুর ফুটবল একাদশের খেলোয়ার ইয়াসিন ম্যান অব দ্যা ম্যাচ হয়। আজ মঙ্গলবার বিকাল ৪টায় প্রতিদিনের মতো দ্বিতীয় সেমিফাইনালে খেলবেন বিরল উপজেলা মৌসুমী ক্রীড়া চক্র বনাম পাবর্তীপুর যশাই ফুটবল একাদশ। খেলার শুরুতে ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট প্রতিষ্ঠাতা মোঃ রেহাতুল ইসলাম খোকা বলেন, দিনাজপুর বাসীর বিশেষ করে ফুটবল পিপাসু দর্শকদের এই টুর্নামেন্টের মাধ্যমে ফুটবল খেলা উপহার দিতে পেরে আমরা আনন্দিত। এককালের জনপ্রিয় ফুটবল খেলাকে জাগ্রত করতে এই টুর্নামেন্ট আমি চালিয়ে যাবো। খেলাধুলার কোনো বিকল্প নেই। মোবাইলের নেশা থেকে যুব সমাজকে খেলার নেশায় আসক্ত করতে হবে। প্রধান অতিথি শ্যামল কুমার ঘোষ খেলার উদ্বোধন করতে গিয়ে বলেন, দিনাজপুরের ক্রীড়াঙ্গনকে জাগ্রত করে রেখেছে ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট। আমরা আশা করছি কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা এই খেলা চলমান রাখেন এবং দিনাজপুরের ফুটবল পিপাসু দর্শকদের আনন্দ দিয়ে যাবেন। প্রধান অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক মোঃ আকতারুজ্জামান জুয়েল বলেন, এককালের ঐতিহ্যবাহী ফুটবল খেলাকে দিনাজপুরের মাটিতে ধরে রেখেছে কাউন্সিলর কাপ টুর্নামেন্ট। আমরা চাই আগামীতেও এই টুর্নামেন্ট দিনাজপুরের ফুটবল পিপাসুদের ফুটবলের পিপাসা মিটাবে।
ক্যাপশনঃ
“সুস্থ দেহে সুস্থ মন- গড়ে তুলে ক্রিয়াঙ্গন” এই শ্লোগানকে সামনে রেখে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও দিনাজপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ফুটবল টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা এবং প্রধান পৃষ্ঠপোষক মোঃ রেহাতুল ইসলাম খোকা’র সার্বিক তত্ত্বাবধায়নে নবম বারের মতো দিনাজপুর ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টে ৩০ সেপ্টেম্বর সোমবার দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম সেমি ফাইনাল ম্যাচে বোদা উপজেলা ফুটবল একাদশকে হারিয়ে নবাবগঞ্জ উপজেলা দাউদপুর ফুটবল একাদশের জয়লাভ। খেলার উদ্বোধণ করেন এবং খেলোয়ারদের সাথে পরিচিত হন প্রধান অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক মোঃ আকতারুজ্জামান জুয়েল।