শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার:
প্রবাসী জীবনের আরেক নাম লটারি। এতে কারো কপাল খুলে যায়, কারো নেমে আসে চরম দুর্ভোগ।
কোনো কোনো প্রবাসীর জীবন হয়ে উঠে অগ্নি গর্ভ। শেষ বয়সে জীবন হয়ে ওঠে জ্বালাময়। একটি ভালো
ঘর তৈরি করবো। ভাই বোনের লেখার পড়ার খরচ দিব, বিদেশে যাওয়ার আগে ধরনের অনেক কিছুই মাথা
ঘুরপাক খায় প্রবাসীদের। কাজের সময় ভালো না লাগলে তবুও কাজ করতে হয়, নিজের ইচ্ছার সাথে যুদ্ধ
করতে হয়, আর এই যুদ্ধ সবাই পারে না, এটা শুধু প্রবাসীরাই পারে। প্রবাস জীবনের একাকিত্বতা
অনেকটাই অস্বাভাবিক আর জটিল।
সৌদি প্রবাসী নুর মিয়া জানান রুম থেকে বের হন সকাল ছয়টায় কাজ শেষে ফিরে আসতে রাত১১১২ এবং
টি মধ্য হয়ে যায় রুমে এসে রাতে খাবার বানিয়ে ঘুমাতে হয় আবার সেই একই পদ্ধতিতে সকালে ছুটে যেতে
হয় কাজের জন্য এভাবে তার জীবন চলছে। তিনি বলেন, অনেকের ধারণা প্রবাসীরা
যান্ত্রিক নামের এক মহা দানব। চাবি ঘোরালেই ফয়দা। আর এক প্রবাসী বলেন জামাল মিয়া বলেন,
প্রবাস জীবনের একাকিত্বতা অনেকটাই অস্বাভাবিক আর জটিল এবং এর অনুভূতি স্বাধীনতার নয়
বরং পালিয়ে থাকার।
প্রবাসীদের লাগেজ কাণ্ড এবং বিশ্রামের জায়গার সু বন্দোবস্ত হলেও, প্রবাসীরা আরও একটি
অনুরোধ সরকারের কাছে অনেক দিন থেকেই করে আসছে প্রবাসী পেনশন স্কীম। এ ব্যাপারে কিছুদিন
শোরগোল হলেও এখন কোন কিছু জানা যাচ্ছে না। তাছাড়া বড় সমস্যা হলো বিমানের টিকেট যেটা এখন
অসহনীয় পর্যায়ে আছে। সৌদি থেকে আসা যাওয়ার বিমান টিকেট যে পরিমাণ বাংলাদেশি টাকার
সমপরিমাণ দিয়ে কেনা যায়, বাংলাদেশ থেকে আসতে গেলে সে টিকিটের দাম পরে দেড় বা দুই গুন। অথচ
প্রায় সময় দেখা যায় বিমান বাংলাদেশের সিট গুলো খালি অথচ বিমানের টিকেটের জন্য হাহকার।