সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০৯:২১ পূর্বাহ্ন
ছবিটি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, প্রভাকে কি বিয়ে করেছেন ইন্তেখাব দিনার? পরে খোঁজ নিয়ে জানা যায় ছবিটি আসলে ‘পরের মেয়ে’ শিরোনামের ধারাবাহিক নাটকের একটি দৃশ্য। যেখানে এমন চরিত্রে দেখা যাবে তাদের।
সৈয়দ জিয়াউদ্দিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাবিব শাকিল। নাটকটি নিয়ে নির্মাতা হাবিব শাকিল বলেন, পারিবারিক গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে এটি। সংসারে নানা টানাপোড়েনের গল্প নিয়ে নাটকটির গল্প সাজিয়েছি।
ইন্তেখাব দিনার-সাদিয়া জাহান প্রভা ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন দিলারা জামান, গোলাম কিবরিয়া তানভীর, ইলোরা গওহর, টয়া, জিয়াউল হাসান কিসলু, আদৃতা, আল মামুন, মুনিরা ইউসুফ মেমী, হিন্দোল রায় প্রমুখ।