নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জের বিশিষ্ট নাট্যজন সদ্য প্রয়াত বাহাউদ্দিন বুলু স্মরণে সমকাল থিয়েটারের উদ্যোগে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে নারায়ণগঞ্জের দেওভোগ পানির ট্যাংকীস্থ এতিম খানায় সমকাল থিয়েটারের উদ্যোগে জনেজন নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও শিল্পকলা সম্মাননা পদক প্রাপ্ত প্রয়াত গুণীজন বাহাউদ্দিন বুলুর আত্মার মাগফেরাত কামনায় কোরান খতম, দোয়া ও মিলাদ মাহফিল এবং এতিমদের মাঝে রান্না করা উন্নত মানের খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সমকাল থিয়েটারের দলপতি ও শ্রমিক নেতা গিয়াস উদ্দিন আহমেদ মিলন, সমকাল ও মিডিয়া ভিশন থিয়েটারের সভাপতি রোটারিয়ান মোঃ নূরুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির অভিনয় বিভাগের প্রশিক্ষক ও নারায়ণগঞ্জ থিয়েটারের সাংগঠনিক সম্পাদক আবু হানিফা মাছুম, বন্দর প্রেস ক্লাবের সহ সভাপতি মোঃমেহেবুব মিয়া, সৃষ্টি গ্রুপ থিয়েটারের সহ সাধারন সম্পাদক আব্দুল হাদি মানিক হৃদয়, নাট্যকর্মী ডাঃ নুরুদ্দিন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে এতিম খানার ৬০ জন এতিমকে সঙ্গে নিয়ে আয়োজক ও উপস্থিত সকলে একসাথে বসে তবারক গ্রহন করেন। উল্লেখ্য আজ শুক্রবার বাদ আসর নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মরহুমের প্রতিষ্ঠিত সংগঠন জনেজন নাট্য সম্প্রদায়ের আয়োজনে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।