ফাঁসির আসামিকে নৌকার টিকিট, পরিবর্তন একঘণ্টা পর

রাজধানীর পার্শ্ববর্তী সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেনকে দলীয় মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ। তিনি হলেন বড়দেশী গ্রামে ডাকাত আখ্যা দিয়ে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি। তবে একঘণ্টা পরই তার হাত থেকে নৌকার টিকিট কেড়ে নেওয়া হয়। মনোনয়ন সংশোধন করে মো. রকিব আহম্মেদ নামের একজনকে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েঝে।

এ বিষয়ে শনিবার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার বলা হয়, মনোনীত প্রার্থীর পরিবর্তে ভুল নাম লিপিবদ্ধ হওয়ায় তা সংশোধন করা হয়েছে।

২০১১ সালে আমিনবাজারের বড়দেশী গ্রামে ডাকাত আখ্যা দিয়ে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলার রায়ে আনোয়ার হোসেনসহ ১৩ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। আজীবন কারাদণ্ড দেওয়া হয় ১৯ আসামিকে।

আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভা শেষে পঞ্চম ধাপের ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ইউপি নির্বাচনে মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় দেখা যায়, সাভারের আমিনবাজার ইউপিতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আনোয়ার হোসেনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় শুরু হলে শনিবার রাতেই দলীয় প্রার্থী তালিকা থেকে আনোয়ার হোসেন নাম কেটে মো. রকিব আহম্মেদের হাতে নৌকার টিকিট তুলে দেওয়া হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা বলেন, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রে বেশ কয়েকজনের নাম প্রস্তাব করা হয়েছিল। ওই প্রস্তাবে আনোয়ার হোসেনের নাম ছিল। প্রস্তাব পাঠানোর পরে তিনি সাজাপ্রাপ্ত হন। সেখান থেকেই ভুলবশত ভুল নাম লিপিবদ্ধ হয়েছে। অল্প সময় পরেই ভুল সংশোধন করে অপর একজনকে আমিন বাজারের প্রার্থী ঘোষণা করে মনোনয়ন বোর্ড।

Exit mobile version