মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৫:১৪ পূর্বাহ্ন
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে খুলনাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেল।
ফাইনালে চোখ রেখেই মাঠে নামছে দল দুটি। এ ম্যাচে জয়ী দল সরাসরি উঠে যাবে ফাইনালে। তবে হারলেও সুযোগ থাকবে। সেক্ষেত্রে দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের মাঠে নামতে হবে এলিমিনেটর ম্যাচে জয়ী দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে।
লিগ পর্বের ১২ ম্যাচ শেষে সমান ১৬ পয়েন্ট নিয়ে রানরেটের ব্যবধানে একে খুলনা, দুইয়ে রাজশাহী। আর তিনে থাকা চট্টগ্রামের এলিমিনেটর ম্যাচে ঢাকা প্লাটুনের মুখোমুখি হয়। সে ম্যাচে ৭ উইকেটের বড় জয় নিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে চট্টগ্রাম।
এলিমিনেটর ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রান তোলে ঢাকা । জবাবে মাত্র তিন উইকেট হারিয়ে ১৪ বল হাতে রেখে জয় তুলে নেয় চট্টগ্রাম।