অভিনেতা মিঠুন চক্রবর্তী গত রবিবার ব্রিগেডে দাড়িয়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন, আর তারপর থেকেই চর্চায় উঠে এসেছে তার নাম। তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তার সন্তানদের কথা, সমস্তই এই মুহুর্তের হট টপিক।
মিঠুন চক্রবর্তী একসময় কলকাতা থেকে গিয়ে মুম্বাই এর মতন শহরে নিজের পরিচিতি স্থাপন করেছিলেন, হয়ে উঠেছিলেন স্বপ্ননগরীর ডিস্কো ড্যান্সার, বিয়ে করেছিলেন অভিনেত্রী যোগিতা বালানকে, যোগিতা সাথে অভিনেতার তিন পুত্র সন্তান, মিমোহ চক্রবর্তী রিমোহ চক্রবর্তী, নামসী চক্রবর্তী, এবং এক কন্যা দিশানী চক্রবর্তী। তবে জানা যায় অভিনেতা দিশানীকে দত্তক নিয়েছিলেন।
দিশানীকে কলকাতার পরিত্যক্ত এক জায়গা থেকে তুলে নিয়ে তাকে মেয়ে হিসাবে দত্তক নিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তিন ভাইয়ের পর একমাত্র মেয়ে হওয়ায় স্বাভাবিক ভাবেই খুব আদরের দিশানী।
তিনি এখন নিউ ইয়র্কের ফিল্ম অ্যাকাডেমিতে পড়াশুনা করছেন, ভবিষ্যতে তিনি বাবার মতোই অভিনয় জগতে কাজ করতে চান। ইতিমধ্যে নামে বাবা মিঠুন চক্রবর্তীর পরিচালনায় হোলি স্মোক নামের একটি ছবির দ্বারা ২০১৭ সালে দিশানী নিজের ডেবিউ করেছেন। এরপরও তাকে বহু শর্ট ফিল্ম এ কাজ করতে দেখা গেছে।
প্রেস বিজ্ঞপ্তি চট্টগ্রামের হাটহাজারী থানাধীন দেওয়ান নগর এলাকা হতে সরকারী বিভিন্ন সংস্থায় বিভিন্ন পদে চাকুরি দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূল হোতা র্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক গ্রেফতার। ১। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো…
এই প্রথম সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা গঠন করলেন রাজ্য বিজেপির কোর কমিটি। #কলকাতা: বাংলা বিজেপির জন্য নতুন কোর কমিটি ঘোষণা করলেন সভাপতি জেপি নাড্ডা। কোর কমিটিতে কারা রয়েছেন, কারা বাদ গিয়েছেন, কাদের অবস্থান কী, তা স্পষ্ট করা হয়েছে। আগে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মতো সরকারি ভাবে রাজ্য বিজেপির কোনও কোর কমিটি…
এস.এম. সাইফুল ইসলাম কবির:ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) এর বাগেরহাট জেলা প্রতিনিধি বিষ্ণু প্রসাদ চক্রবর্তী অসাধারণ কর্মদক্ষতার জন্য এবারো ‘বেস্ট জার্নালিস্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন। বিষ্ণুপ্রসাদ চক্রবর্তী এ নিয়ে ৫ম বারের মতো ইউএনবি প্রতিনিধিদের মধ্যে সেরাদের সেরা হিসেবে অ্যাওয়ার্ড পেলেন। শনিবার ঢাকায় কসমস সেন্টারে পদ্মা কনফারেন্স কক্ষে ২০১৯ সালের প্রতিনিধি সম্মেলনে ইউএনবি…