মোঃআশরাফুল আলম দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার কর্মচারী মো. আনিসুর রহমান (এম এল এস এস) এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ ২৪ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৩ টায় পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী পৌরসভার সম্মানিত মেয়র আলহাজ্ব মো. মাহমুদ আলম লিটন।
ফুলবাড়ী পৌরসভার কর্মচারী, ফুলবাড়ী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলের ভাইস প্রিন্সিপাল মো. আশরাফ পারভেজ এর সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্নান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌরসভার প্যানেল মেয়র মো. মামুনুর রশিদ চৌধুরী মামুন, ২নং প্যানেল মেয়র শ্রী
হারান দত্ত, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী মিরু, পৌর নির্বাহী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন, পৌর প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কর নির্ধারক মো. শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ শেখ সাহার আলী মতি।
এছাড়াও বক্তব্য রাখেন বিদায়ী কর্মচারী মো. আনিসুর রহমান (এম এল এস এস)
শেষে বিদায়ী কর্মচারী মো. আনিসুর রহমানের হাতে মেয়র ও কাউন্সিলরবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে ফুলের শুভেচ্ছা, সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট এবং উপহার সামগ্রী প্রদান করা হয়।
উল্লেখ্য যে, মো. আনিসুর রহমান ১৯৮৯ সালের ১১ই জানুয়ারি তৎকালীন পৌর চেয়ারম্যান মরহুম নুরুল হুদার আমলে চাকুরীতে যোগদান করেন এবং কাকতালীয়ভাবে তাঁরই পুত্র বর্তমান মেয়র আলহাজ্ব মো. মাহমুদ আলম লিটন মহোদয়ের আমলে অবসরে গেলেন।