শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৯:৩১ অপরাহ্ন
মাদক সেবনের দায়ে এমআরনভোবার্তা২৪ডট.কম থেকে অব্যাহতি পেয়েছেন রাজশাহী বিভাগের স্টাফ রিপোর্টার ফাহিম ফরহাদ । গত ৩০ ডিসেম্বর এমআরনভোবার্তা২৪ডট.কম এর ওয়েব সাইট থেকে প্রকাশ করা হয় ।এ বিষয়ে এমআরনভোবার্তা২৪ডট.কম এর সম্পাদক মাসুদুর রহমান বলেন , মাদকের বিরুদ্ধে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পরিশ্রম করে অভিযান চালাচ্ছেন । এর জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই । চাপাইনবাবগঞ্জ থেকে ফাহিম ফরহাদ সেপ্টেম্বর মাসে আমাদের মেইলে রাজশাহী বিভাগের স্টাফ রিপোর্টার পদে একটি সিভি পাঠায় । সিভি পাঠানোর পর থেকেই পরিচয় পত্র নেওয়ার জন্য অস্থির হয় । তার বাড়ী রাজধানীর উওরা এলাকায় । স্ত্রী হাসপাতালে চাকরি করায় তিনি বর্তমানে চাপাইনবাবগঞ্জ বাসা ভাড়া নিয়ে থাকেন। আমি ভেবে চিন্তে তাকে ৩ মাসের মেয়াদ দিয়ে অক্টোবর মাসে কার্ড পাঠায় । কার্ড পাঠানোর পর তাকে আমি বিভিন্ন ভাবে নজরে রাখি । ফাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও ফেনসিডিল সেবন করার ভিডিও পেয়ে তাকে অব্যাহতি দিয়েছি। তবেপ্রশাসন ও এলাকাবাসীর চোখ এড়িয়ে তিনি কোথা থেকে ফেনসিডিল সংগ্রহ করে সেবন করে তা খোজ নিয়ে সে সব ব্যবসায়ীসহ সেবনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চাপাইনবাবগঞ্জ র্যাব , পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে অনুরোধ করছি ।