বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০৮:২১ পূর্বাহ্ন
সোস্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সোশ্যাল মিডিয়ায় কুরআন বুঝার জনপ্রিয় অনুষ্ঠান “ফেসবুক কুরআন প্রতিযোগীতার” ৫ম পর্বের ফলাফল ঘোষণা করা হয়েছে। যা ২০১৯ সালের মার্চ মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত ফেসবুকের নিজস্ব গ্রুপে পরিচালিত হয়ে আসছে। ৫ম পর্বে ১ম স্থান অধিকার করেছে ঢাকা তেঁজগাও এর আব্দুস সাত্তারের কন্যা এম বি বি এস ডাক্তার মোছাঃ কামরুন নাহার রুনা। সোস্যাল মিডিয়ার ব্যতিক্রমধর্মী এ প্রতিযোগিতায় দেশ বিদেশের ২০৪ জন প্রতিযোগী অংশগ্রহন করেন।তাদের সকলকে পিছনে ফেলে তিনি এ বিজয়ের মুকুট অর্জন করেন। অংশগ্রহন কারীদের মধ্য থেকে প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৫০ জন কে বিজয়ী ঘোষণা করা হয়। শান্তিধাম মোড়ের প্রধান কার্যালয় থেকে ফাউন্ডেশনের চেয়ারম্যান তরুণ উদ্দোক্তা ও ইসলামি চিন্তাবিদ ডাঃ হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ মানসুর সরাসরি ফেসবুক লাইভে বিজয়ীদের নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন মহাসচিব ক্বারী মাওলানা মোঃ মাহদী হাসান কাওসারী ও বিভিন্ন প্রতিযোগিরা। উল্লেখ্য বিজয়ীদের মাঝে আগামী ২৮শে ডিসেম্বর রোজ শনিবার সকাল ১০.৩০মিনিটে খুলনা সার্কিট হাউজ অডিটোরিয়ামে পুরষ্কার বিতরণ করা হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট জনাব মোহাম্মদ হেলাল হোসেন ও খুলনা আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি এ্যাড. আলহাজ¦ মোঃ সাইফুল ইসলাম।
নি¤েœ বিজয়ীদের মেধা তালিকা, রেজিষ্ট্রেশন নাম্বার, নাম, পিতার নাম ও জেলার তালিকা প্রকাশ করা হলো
১. , ৬১, ডাঃ কামরুন নাহার রুনা,পিতা জনাব আব্দুস সাত্তার পাটোয়ারী, তেজগাও, ঢাকা
২. ১১, ইঞ্জিঃ সাইফুদ্দিন মামুন, হাজী আব্দুর রাজ্জাক, তেজগাও, ঢাকা
৩. , ৭২, মোঃ ইউসুফ আজম, , সৌদি আরব/
৪. , ৮৯, মুনতাজার আহমেদ, এ, জে, এম, মাহদী , নোয়াখালী
৫. , ১১৫, দ্বীন মোহাম্মদ আইমান , মোহাম্মদ ওমর ফারুক , চট্রগ্রাম
৬. , ১০৩, আম্মার ইবনে হোসাইন , আলহাজ্ব কাজীঃ ডাঃএইচ, এম,হোসাইন আহমেদ , যশোর
৭. , ৬৫, জান্নাতি বিনতে হাই, , ঢাকা
৮. , ১০৮, মারজানা খতুন , আবূ জাহিদ, ঝিনাইদাহ
৯. , ১১৬, মোঃ আরমান শিকদার, মোঃ মফিজ উদ্দিন শিকদার, ঘাটাইল, টাঙ্গাইল
১০. , ১১৩, মোমেনা ইসলাম মায়া, মো: মমিনুজ্জামান, ঢাকা
১১. , ১২৭, জেসমিন নাহার জেবু , মিয়া আব্দুল হামিদ , খুলনা
১২. , ১০৬, মুমতাহিনা মেঘলা, মোঃ মফিজুল ইসলাম, খুলনা
১৩. , ১০৫, কামরুন নাহার আকন্দ, মজিবুল হক, জামালপুর
১৪. , ১৪৫, তাইয়েবা আক্তার , মো: মুজিবর রহমান , বরিশাল সদর , বরিশাল
১৫. , ০৫, মমতা ইসলাম , মো: মমিনুজ্জামান, ঢাকা
১৬. , ২৭, মোঃ শিরাজুল ইসলাম, , চট্রগ্রাম
১৭. , ১১৮, জেসমিন আক্তর , মো: শফিকুর রহমান মতিন ,
১৮. , ১৫৭, এইচ, এম, আবূ হূরাইরা সিকদার , মো: আহসানুল কাদির , অভয়নগর, যশোর
১৯. , ১৪, মোঃ তৌফিকুর রহমান, হাজী মোঃ আনোয়ার হোসেন, সাইপ্রাস/১১ নং ওয়ার্ড,উজিরপুর,বরিশাল
২০. , ৪৫, মো: তহিদুল ইসলাম , মো: জাহিদুল ইসলাম , ঢাকা
২১. , ২০৫, মাহবুবুল আলম শরিফ , মির হোসেন , ফেনী
২২. , ৬৮, নাজমা আক্তার/ দেশ-শাবনাম জেরিন, মো:আবদুল মজিদ সরদার, সাইপ্রাস/১১ নং ওয়ার্ড,উজিরপুর,বরিশাল
২৩. , ৫৬, মোঃ এনামুল হক, , পিরোজপুর
২৪. , ১৫১, রহিমা খতুন , জাহাঙ্গীর আলম , খুলনা
২৫. , ১৩৬, ইসলামুল হক , মো: জিন্নাত আলী , বটিয়াঘাটা ,খুলনা
২৬. , ১৪৬, সানজিদা বিনতে সিদ্দিক, মোঃ আবু সিদ্দিক, লক্ষিপুর
২৭. , ৭০, তাজকিয়া মেঘলা, মোঃ শাজাহান শেখ, রাজশাহী
২৮. , ১৩৪, শারমিন আক্তার , মো: ফরিদ , পাহাড়তলি ,কক্সবাজার
২৯. , ৩, মোঃ আব্দুল্লাহ খান, , লক্ষ্মিপুর
৩০. , ৪২, স্বপ্নের জীবন/মোসলেমা আক্তার , আব্দুস ছাত্তার , নিলফামারি
৩১. , ৮৬, শেখ রাসেল, , চট্রগ্রাম
৩২. , ৫৪, হেলাল উদ্দিন, , খুলনা সদর, খুলনা
৩৩. , ৭৫, খন্দকার পারভেজ, , সৌদি আরব
৩৪. , ৭৭, আহমদ শিহাব , মো: সুলতান সরদার , রাজনগর ,শরিয়াতপুর
৩৫. , ৪০, সোনিয়া আকতার , মো: শামসুর বেপারি , রেলওয়েঘাট, খুলনা
৩৬. , ১৭২, মো: কারিমুল ইসলাম ফাহিম , মো: আব্দুল খালেক , খুলনা
৩৭. , ১১১, তোহা সরকার, মোঃ আইন উদ্দিন, সিরাজগঞ্জ
৩৮. , ১১২, শহীদ সিদ্দিক, , সৌদি আরব
৩৯. , ৬৭, মুনতাসির মামুন , মো : রবিউল ইসলাম , খুলনা
৪০. , ১৮১, আবু সাইদ, , ময়মনশিংহ
৪১. , ১৬১, মোঃ শরিফুল ইসলাম, , খুলনা
৪২. , ১৯৪, আমাতুল্লাহ খাদিজা, , নারায়রগঞ্জ
৪৩. , ১৬৯, ফ্লাগরেঞ্জ ফ্লোরা, আবুল বাশার, নারায়নগঞ্জ
৪৪. , ১০৪, ঘালিমা সাদিয়া , , খুলনা
৪৫. , ১৭৯, সৈয়দ শৈয়ব আক্তার, শেখ মাহফুজুর রহমান, খুলনা
৪৬. , ১৯৫, আয়েশা সিদ্দিকা , মো: সোলায়মান আলী , ঠাকুরগাঁও
৪৭. , ২০৩, এম এম সৈয়দ আব্দুল্লাহ, , ইসলামি বিশ্ববিদ্যালয়
৪৮. , ১৮৫, তহমিনা/শাফলা ফুল, মোঃ ইসমাইল আলী, সিলেট
৪৯. , ১২৯, মো: আব্দুর রহিম , মো: আসাদুজ্জামান , গাইবান্দা
৫০. , ১৮৬, শারাবান ত্বহুরা , আব্দুল কাদের শেখ , ঢাকা মহানগর