আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগঁাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ও রাধা গোবিন্দ কেন্দ্রীয় মন্দির কমিটির আয়োজনে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, আগামী শারদীয় দূর্গা পূঁজা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয় এমন পরিবেশ সৃষ্টির লক্ষে সকল ধর্মের মধ্যে আমাদেরকে সম্প্রীতি বজায় রাখতে হবে। দেশের এই চলমান প্রেক্ষাপটে একটি মহল হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান সম্প্রদায়কে সংখ্যালঘু শব্দটি ব্যবহার করে আমাদেরকে বিভক্তি করার অপচেষ্টা করছে। যা কারো জন্য কাম্য নয়। আমরা সকলেই মানুষ, একে অপরের ভাই-ভাই। সকলের শরীরে একই লাল রক্ত প্রবাহিত হচ্ছে।
৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় আধাইপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে মুন্দির কমিটির সভাপতি বাবু দিলীপ চন্দ্র বর্মন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বদলগাছী সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ফাল্গুনী রানী চক্রবর্ত্তী, আধাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, মন্দির কমিটির সাধারণ সম্পাদক উজ্জল কুমার, অশ্চিন্ত কুমার প্রমূখ।