বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে সেনাবাহনীর ভূয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত হলো উপজেলার জিদিরপুর গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র হারুনুর রশিদ (৪০)। ভূয়া নিয়োগপত্র দিয়ে ১৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান জানান, হারুনুর রশিদ ৩/৪ জনের সিন্ডিকেটের মূলহোতা। তারা দীর্ঘ দিন থেকে এ ধরনের প্রতারণার সাথে জড়িত। তার উচ্চ পদস্ত সেনা কর্মকর্তার সাথে দৃঢ় সম্পর্ক রয়েছে বলে প্রার্থীদের আশ^স্ত করে। আবার কখনও ভূয়া নিয়োগপত্র দিয়ে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ চলাকালে এক প্রার্থীকে ভূয়া নিয়োগপত্র দিয়ে ১৩ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে ঐ পদে যোগদান করতে গেলে জানতে পারে তার নিয়োগ পত্রটি ভূয়া। ঐ ভুক্তভোগী বাদী হয়ে জয়পুরহাট র্যাব ক্যাম্পে অভিযোগ করলে র্যাবের অভিযানিক দল গত শুক্রবার দিবাগত রাতে হারুনকে গ্রেপ্তার করে বদলগাছী থানায় সোপর্দ করে। এ বিষয়ে রোজিনা নামে এক ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান ও ওসি (তদন্ত) রায়হান হোসেন জানান হারুনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আব্দুল কাদের
বদলগাছী, নওগাঁ।