বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগার বদলগাছীতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী
শাশুড়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার পার আধাইপুর গ্রামে।
মামলা ও থানা সুত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারী দিবাগত রাতে পার আধাইপুর গ্রামের
সোনার পাড়ার ফেরদৌস হোসেনের ছেলে মিনহাজ হোসেন (২২) তার স্ত্রীকে বেধরক মারপিট
করে আহত করে। মেয়েটির ভাই জানতে পেরে রাতেই ৯৯৯ ফোন করে সহযোগিতা চাইলে রাতেই
থানা পুলিশ ঐ নির্যাতিত গৃহবধুকে উদ্ধার করে বদলগাছী স্বাস্থ্যকমপ্লে´ে ভর্তি করে।
নির্যাতিত গৃহবধু ও তার পরিবারে পক্ষ থেকে অভিযোগ করা হয় যৌতুকের দাবীতে গভীর রাতে
মেয়েটির উপর শুরু হয় অমানষিক নির্যাতন। পরে ঐ নির্যাতিতা আদালতে নারী ও শিশু
নির্যাতন আইনে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মামলা রেকর্ড করে বদলগাছী থানাকে
ব্যবস্থা গ্রহনের নির্দেশ করলে থানা পুলিশ মামলাটি রেকর্ড করে স্বামী মিনহাজ ও শাশুড়ি
আঞ্জুয়ারা (৪৮) কে গ্রেপ্তার করে শনিবার জেল হাজতে প্রেরণ করে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা
মোঃ আতিয়ার রহমান জানান তারা প্রেম করে বিয়ে করেছিল কিন্তু স্বামী ভালো না। স্বামী ও
শাশুড়িকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।