বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছী শেরপুর উচ্চ বিদ্যালয় ও পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ে ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১৯ ও ২০ মার্চ পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয় এবং শেরপুর উচ্চ বিদ্যালয় ২০ ও ২১ শে মার্চ ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ আবু খালেদ বুলু। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম ও ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি আসাদ হোসেন, প্রধান শিক্ষক মিজানুর রহমান । ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি দুলাল হোসেন এর সভাপতিত্বে গত ২১ শে মার্চ মঙ্গলবার বিকেলে স্কুল প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। অপরদিকে পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিয়ার রহমান, প্রধান শিক্ষক মামুনুর রশিদ প্রমূখ। শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।
বিদেশে ৬টি মিশনে রদবদল করছে সরকার
বিদেশের ছয়টি বাংলাদেশ মিশনে রদবদল আনা হচ্ছে। এগুলো হচ্ছে- ইতালি, মালয়েশিয়া, মিশর, ভিয়েতনাম, টরন্টো ও পর্তুগাল। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়,...