নিজস্ব সংবাদদাতা:
বন্দরে গাছ কাটাকে কেন্দ্র করে খোকন(৪০) ও ইয়াসিন(২২)নামে দুই
মামা-ভাগিনাকে নৃশংসভাবে কুপিয়ে নগদ ১০ হাজার টাকা ও প্রায় সাড়ে
৫লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্থ করেছে উচ্ছশৃঙ্খল আজা,রশুন আলী ও
জাহাঙ্গীর গং। ২৩ নভেম্বর বুধবার দুপুরে থানার মুসাপুর ইউনিয়নের বারপাড়া
গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতদেরকে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা
হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। আহতের পারিবারিক সূত্র
জানায়,মুসাপুর ইউনিয়নের বারপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তার মিয়ার ছেলে
নবীর হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির মৃত আশেক আলী মিয়ার ছেলে আইয়ূব
আলী,রশুন আলী,আইয়ূব আলীর ছেলে আজহারুল ওরফে আজা,রশুন আলীর ছেলে
জাহাঙ্গীর দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে ২৩
নভেম্বর বুধবার বেলা ১টায় গাছ কাটা নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা হলে এক
পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আজা,জাহাঙ্গীর,আল আমিন,ফারুক,রিফাত গং ধারালো
অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে হত্যার চেষ্টায় তাদের উপর হামলা চালায়। এ সময়
আজা,জাহাঙ্গীর ও আল আমিন বাহিনী খোকন ও তার ভাগিনাকে নৃশংসভাবে কুপিয়ে
গুরুতর জখম করে। পরে তারা খোকন ও ইয়াসিনের ঘরে অনধিকার প্রবেশ করে
স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ প্রায় সাড়ে ৫লক্ষাধিক টাকার মালামাল
ক্ষতিসাধন করে। পরে আশ পাশের লোকজন আহতদের উদ্ধার করে বন্দর নবীগঞ্জ
হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
চরমোনাই পীর নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের জন্য সরকার দায়ী
দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিরা হস্তক্ষেপের সুযোগ পাচ্ছে সরকারের একগুয়েমী মনোভাবের কারণে। যা একটি স্বাধীন সার্বভৌম দেশের জন্য চরম হুমকি। সরকার...