বরিশাল: বরিশাল অঞ্চলে পরিস্থিতি ক্রমে স্বাভাবিক হয়ে আসলেও মাঠ পর্যায়ে পুলিশের প্রকাশ্য কর্ম তৎপড়তার অভাবে জনমনে অস্বস্তি সহ নিরাপত্তার ঘাটতির কথা বলছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের দুদিন পরেও একটি অন্তবর্তিকালীন সরকার গঠন না হওয়ায়ও নানাজনে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করছেন। বরিশাল মহানগরীতে যানবাহন নিয়ন্ত্রনে সর্বস্তরের ছাত্র-ছাত্রীরা এবং হিন্দু সম্প্রদায়ের মন্দির সহ বিভিন্ন স্থাপনায় পাহাড়া বসিয়েছে ইসলামী আন্দোলন কর্মীরা। বরিশাল অঞ্চলে দুই হাজারেরও বেশী এটিএম বুথ বন্ধ হয়ে গেছে টাকার অভাবে। নিরাপত্তার অভাবে ব্যাংক থেকে গত এক সপ্তাহেরও বেশী সময় ধরে বুথগুলোতে কোন টাকা দেয়া হচ্ছে না। তবে বরিশাল মহানগর পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্রের দাবী ‘তারা স্বাভাবিক কাজকর্মে ফিরেছেন, থানাগুলোতেও অফিসার ও ফোর্স রয়েছে, সংকট উত্তরনে সব পদক্ষেপ নেয়া হয়েছে। এখন সবাই স্বাভাবিকভাবে কাজ করছেন, খুব দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে’ বলেও মন্তব্য করেছেন একাধিক সিনিয়র পুলিশ কর্মকর্তা।
তবে এ ক্রান্তিকালে কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে এখনো মাঠ পর্যায়ে সাধারন মানুষের পাশে দাড়াতে দেখা যায়নি। বিএনপি ইতোমধ্যে নগরীতে বিজয় মিছিল করেছে। শুধুমাত্র ইসলামী আন্দোলনের যুব সংগঠন বরিশাল মহানগরীর নৌ ও বাস টার্মিনাল এলাকা সহ কয়েকটি ব্যস্ততম সড়কে যানবাহন নিয়ন্ত্রনের কাজ ছাড়াও কয়েকটি মন্দিরেও পাহাড়া বসিয়েছে। বরিশাল বিএম কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও নগরীর ব্যস্ততম সড়কগুলোতে যানবাহন চলাচলে শৃংখলা বিধানে কাজ করছে।
তবে পুলিশী কার্যক্রম মাঠ পর্যায়ে এখনো দৃশ্যমান না হওয়ায় বরিশাল মহানগরী সহ এ অঞ্চলের সর্বত্রই জনমনে নানা অজানা অতংক ও শংকা কাজ করছে বলে দাবী করেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। অন্তবর্তি সরকার গঠিত না হওয়ায় পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবার সম্ভবনা কম বলেও মনে করছেন ওয়াকিবাহল মহল। সাথে পুলিশকে যত দ্রুত সম্ভব তার দায়িত্ব কর্তব্যে ফিরিয়ে আনারও কোন বিকল্প নেই বলেই মনে করছেন পর্যবেক্ষক মহল।
এদিকে শেখ হাসিনা সরকার পতনের সাথে রহস্যজনক ভাবে পুলিশী নিস্ক্রীতার সুযোগে বরিশাল সহ সন্নিহিত এলাকায় বিভিন্ন স্থাপনা এবং বাড়ি সহ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুড় ও লুটপাটে জড়িতদের বেশীরভাগ ক্ষেত্রেই এখনো চিঞ্হিত করা যাচ্ছে না। এসব অপকর্মের সাথে জড়িতরা কোন দলের নয় বলে ইতোমধ্যে দাবী করেছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। এমনকি বেশীরভাগ এলাকার মানুষই অপকর্ম সহ নানা বিবেকহীন কর্মকান্ড ও নৃসংশতার সাথে জড়িতদের ‘টোকাই’ ও ‘কিশোর গ্যাং’এর সদস্য বলেও দাবী করেছেন।
তবে যারাই বর্তমান পরিস্থিতিতে অস্থিতিশীলতা তৈরী করছে, অবিলম্বে তাদের আইনের আওতায় আনার দাবী করেছেন সমাজ সেচতন সহ সর্বস্তরের মানুষ। এমনকি এসব অপকর্মের পেছনে ‘সদ্য ছাত্র-জনতার আন্দোলনকে দেশবাসীর সামনে অসাড় প্রমানে চেষ্টা রয়েছে’ বলেও মনে করছেন বরিশালের অনেকেই।