বাংলাদশে মানবাধকিার সাংবাদকি সংস্থার প্রতনিধিি সভা অনুষ্ঠতি।

বাংলাদশে মানবাধকিার সাংবাদকি সংস্থার নতুন কমটিি গঠতি।
ক্ষমতার অপব্যবহার ও দাম্ভকিতার কারণে বষৈম্যবরিোধী ছাত্র আন্দোলন পরর্বতীতে গণঅভ্যুত্থানে পরণিত হয়।

বাংলাদশে মানবাধকিার সাংবাদকি সংস্থার এক প্রতনিধিি সভা আজ ১৪ আগস্ট বুধবার অপরাহ্নে দলিকুশাস্থ র্কাযালয়ে অনুষ্ঠতি হয়। বাংলাদশে মানবাধকিার সাংবাদকি সংস্থার কন্দ্রেীয় সভাপতি সাংবাদকি এস এম জামাল উদ্দনি এতে সভাপতত্বি করনে। কন্দ্রেীয় মহাসচবি আবু বকর সদ্দিকিরে সঞ্চালনায় অনুষ্ঠতি সভায় বক্তাগণ বলনে, ক্ষমতার অপব্যবহার ও র্কতৃত্ববাদী শাসনরে কারণে গত একযুগরেও বশেী সময় ধরে বাংলাদশেে মানবাধকিার ও সাংবাদকিদরে স্বাধীনভাবে পশোগত দায়ত্বি পালনে অধকিার বাধাগ্রস্ত হয়ছে।ে ক্ষমতার অপব্যবহার সাময়কিভাবে কখনো কখনো ক্ষমতাবানকে লাভবান করলওে চূড়ান্ত ববিচেনায় ক্ষতি কর।ে এটি বাস্তব সত্য, ইতহিাসরে সত্য। ক্ষমতার উম্মাতাল হাওয়ায় যাদরে ভাসতে দখেছেি শষে র্পযন্ত তাদরে শোচনীয় পরাজয় ও পতনও দখেছে।ি আমাদরে দশেে বগিত সময়ে সরকার ন্যায়নুগ না হওয়ায় অনবর্িাযভাবে তার পরাজয় ও পতন হয়ছে।ে সভায় বলা হয়, কোটা ও বষৈম্য বরিোধী ছাত্র আন্দোলনে র্সবস্তররে মানুষরে অংশগ্রহণ এই আন্দোলন গণঅভ্যুত্থানে পরণিত হয়। যা পৃথবিীর ইতহিাসে নজরি হয়ে রয়ছে।ে বষৈম্য বরিোধী ছাত্র আন্দোলনে শাহাদাৎ বরণকারী আবু সাঈদ সহ যে সকল ছাত্র—জনতা শহীদ হয়ছেনে তাদরে আত্মার মাগফরিাত কামনা করা হয় এবং আহতদরে সুচকিৎিসার দাবি জানানো হয়। বাংলাদশে মানবাধকিার সাংবাদকি সংস্থা জাতসিংঘ র্সাবজনীন মানবাধকিার সনদ এবং বাংলাদশেরে সংবধিানরে সন্নবিশেতি সকল মৌলকি ও মানবাধকিার যথাযথভাবে ভোগ করার জন্য সুযোগ দতিে র্বতমান অর্ন্তর্বতীকালীন সরকাররে প্রতি অনুরোধ জানান ।

সভায় গৃহীত এক প্রস্তাবে অর্ন্তর্বতীকালীন সরকাররে তথ্য উপদষ্টো হসিবেে একজন অভজ্ঞি, সৎ ও আর্ন্তজাতকি সাংবাদকি সংগঠন বা সংস্থার সাথে সম্পৃক্ত ছলিনে সে রকম একজনকে অর্ন্তভুক্ত করার জন্য অনুরোধ জানানো হয়। সভায় র্সবসম্মতক্রিমে বাংলাদশে মানবাধকিার সাংবাদকি সংস্থার জাতীয় কমটিি গঠন করা হয়। কমটিরি প্রধান উপদষ্টো হলনে, ওযর়্াল্ড এসোসযি়শেন অব প্রসে কাউন্সলি ও বাংলাদশে প্রসে কাউন্সলিরে সাবকে সদস্য প্রবীণ সাংবাদকি মইনুদ্দীন কাদরেী শওকত। সভাপতি লখেক গবষেক ও প্রবীণ সাংবাদকি এস এম জামাল উদ্দনি, মহাসচবি লখেক ও গবষেক আবু বকর সদ্দিকি। এছাড়া এই জাতীয় কমটিতিে বভিন্নি পদে র্কমর্কতা সহ মোট ৫১ জন রয়ছে।ে সভায় গৃহীত অপর এক প্রস্তাবে অর্ন্তর্বতীকালীন সরকাররে তথ্য মন্ত্রণালয়রে দায়ত্বিপ্রাপ্ত উপদষ্টোর সাথে সাক্ষাতরে সদ্ধিান্ত নওেয়া হয়।

Exit mobile version