বাংলাদেশ রেলওয়ের ট্রেন পরিচালক আব্দুর রহিমের বিদায়ী সংবর্ধনা
দিনাজপুর প্রতিনিধি :
বাংলাদেশ রেলওয়ের ট্রেন পরিচালক গার্ড গ্রেট ২ মোঃ আব্দুর রহিমের চাকুরি থেকে অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পার্বতীপুর রেলওয়ে কর্মরত্ব ট্রেন পরিচালক মোঃ আব্দুর রহিম গার্ড গ্রেট ২ তিনি ১৯৮৩ সনে ২৮ ডিসেম্বরে চাকুরিতে যোগদান করেন। আজ ৩০ সেপ্টেম্বর ২০২৪, পঞ্চগড় টু ঢাকা দ্রুতযান এক্সপ্রেস ৭৫৭/৭৫৮ ট্রেন পরিচালক হিসাবে পার্বতীপুর স্টেশনে পৌঁছার পর তার কর্মরত্ব দায়িত্ব সমাপ্তি ঘটে।
আজ সোমবার পার্বতীপুর রেলওয়ে স্টেশন এলাকায় বাংলাদেশ রেলওয়ে গার্ড কাউন্সিল এমজি শাখা সংগঠনের উদ্যোগে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ জাকিউল ইসলাম গার্ড গ্রেট ওয়ান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল আল মামুন বিভাগীয় পরিবহন কর্মকর্তা লালমনিহাট, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফারুক ইসলাম সহকারী পরিবহন কর্মকর্তা লালমনিরহাট, মোঃ জাহাঙ্গীর আলম সহকারি বাণিজ্যিক কর্মকর্তা লালমনিহাট, মোঃ জহির উদ্দিন টিআই (টি) লালমনিহাট, মোঃ হাবিবুর রহমান টিআই (টি) পার্বতীপুর, মোঃ মোশারফ হোসেন জে টি আই (টি) দিনাজপুর, মোঃ রফিকুল চৌধুরী স্টেশন মাস্টার পার্বতীপুর, মোঃ সাদিকুল মুরসালিন গার্ড গ্রেট ওয়ান।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় মোহাম্মদ তৌফিক হোসেন সভাপতি গার্ড কাউন্সিল এমজি শাখা পার্বতীপুর, অনুষ্ঠান উপস্থাপন করেন আবু হেনা মোঃ জাকারিয়া সম্পাদক গার্ড কাউন্সিল এমজি শাখা পার্বতীপুর।