গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ময়মনসিংহ উত্তর জেলা শাখায় সুব্রত পাল আহ্বায়ক ও বিশ্বজিৎ ঘোষ বিপ্লব সদস্য সচিব করে ২২ সদস্যের কমিটি শুক্রবার ঘোষণা করা হয়েছে। এ কমিটির অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বিজন কান্তি সরকার, মহাসচিব এস এন তরুন দে।
কমিটির অন্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিরঞ্জন বণিক, যুগ্ম আহ্বায়ক সুজিত কুমার দাস, উৎপল পাল, মধু পাল, রাসং চিরান, আল্পনা সাহা, হৃদয় সরকার, বিজয় পাল, কাজল সরকার, শিপন রবিদাস, সদস্য রঞ্জিত শর্মা সরকার কাঞ্চন, রিপন সরকার, প্রদীপ বর্মণ, সুজন সরকার, সুধন সরকার, মিলন চন্দ্র সরকার, শ্যামল চন্দ্র সরকার, বিপ্লব চন্দ্র সরকার রিপন, খোকন সরকার।