শনিবার, ১০ এপ্রিল ২০২১, ০৭:৫৭ অপরাহ্ন
হাজীগঞ্জে ফ্ল্যাটের বা’থরুমের বালতিতে ডু’বে দেড় বছরের শি’শু মেহেনুর আক্তা’রের মৃ’ত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ বাজারের এন্টারপ্রাইজ ভবনের তৃতীয়তলার একটি ফ্ল্যাটে এ দু’র্ঘট’না ঘটে। বি’ষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা হাবিবা আক্তার ইভা।
তার গ্রামের বাড়ি হাজীগঞ্জ উপজে’লার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলী জমাদ্দারবাড়ি। বাবা মুশফিকুল আলম হাজীগঞ্জ আইডিয়াল প্রি-ক্যাডেট হাইস্কুলের শিক্ষক। তার তিন মেয়ে এক ছেলে। মেহেনুর আক্তার ছোট মে’য়ে ছিল।
জানা গেছে, দু’র্ঘ’ট’নার পর শি’শুটিকে প্রথমে আরিয়ানা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কোনো ডাক্তার ছিল না। পরে হাজীগঞ্জ উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে চিকিৎসক মৃ’ত ঘোষণা করেন।
সেখান থেকে আরো নিশ্চিত হতে হাজীগঞ্জ বাজারের বিসমিল্লাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও তাকে মৃ’ত ঘোষণা করা হয়। শি’শু মেহেনুর আক্তারের লা’শ গ্রামের বাড়ি এন্নাতলী জমাদ্দারবাড়িতে রাত ৮টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।