বাবার কোলে শিশু হত্যা: প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ৫

৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুরে বাবার কোলে গুলিবিদ্ধ শিশু তাসফিয়া নিহতের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি রিমনসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত সোয়া ১০টায় র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন ।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় জেলার সুবর্নচর উপজেলার চরজব্বর থানাধীন চরক্লার্ক এলাকায় অভিযান চালায় র‍্যাবের একটি দল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়ে আসামিরা। এসময় শিশু তাসফিয়া হত্যাকাণ্ডের প্রধান আসামি ও শ্যূটার মো. রিমন ও মহিন উদ্দীনসহ ৫ জনকে গ্রেফতার করে র‍্যাব।

এ বিষয়ে আগামীকাল ( বুধবার) সকাল ১১ টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন কোম্পানি কমান্ডার খন্দকার শামীম হোসেন।

এর আগে, একই মামলার এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

Exit mobile version