গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়ন সহায়তা তহবিল হতে এলজিইডি’র মাধ্যমে ৫৬টি দুঃস্থ পরিবারের মাঝে এক সেট করে রিং স্লাব বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বামুনিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বামুনিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড মেম্বার মাহাবুবুল ইসলাম নিলু,৬নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম, এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী বিপ্লব কুমার কুন্ডু ও কার্য সহকারী ছামু চন্দ্র রায়।