সাহাব উদ্দিন রিটু,লামা (বান্দরবান) প্রতিনিধি:পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে বান্দরবানের লামায় কিশোর-কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা প্রহণ করি; বাল্যবিয়ে এবং অনাকাক্সিক্ষত গর্ভধারণ রোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বেসরকারি সংস্থা সেভ দ্যা চিলড্রেন, গ্রীন হিল-মামনি এমএনসিএসপি প্রকল্পের বাস্তবায়নে এ সমাবেশ অনুষ্ঠানটি হয়।
এলক্ষ্যে উপজেলা পরিবার পরিবার কর্মকর্তা জোবাইরা বেগম এর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু কুমার সেন।বিশেষ অতিথি ছিলেন, জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর বান্দরবান জেলার প্রতিনিধি ধনরঞ্জন ত্রিপুরা, মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার দত্ত, নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংছিংহ্লা মার্মা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জহির, গ্রীন হিল-মামনি প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মংছিংপ্রু মার্মা ও ওয়ার্ড মেম্বার সাগর।
আলোচনা শেষে উপস্থিত কিশোর-কিশোরীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ ও কিশোরীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেন অতিথি বৃন্দ।পরে অনুষ্ঠানে “বাল্যবিবাহকে না বলুন” বলে কিশোর-কিশোরীরা শপথ নেন।
বাল্য বিয়েকে না বলুন লামায় কিশোর-কিশোরী সমাবেশে শপথ
ক্যাপশন-লামায় কিশোর-কিশোরী সমাবেশে বক্তব্য রাখেন মিন্টু কুমার সেন।
