মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন
নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর থেকেই ভারত উত্তাল হয়ে উঠেছে। বলিউডেও প্রতিবাদ ঢেউ আছড়ে পড়েছে। মুম্বইয়ের ক্রান্তি ময়দানে বৃহস্পতিবার দুপুরে বলিউডের অভিনেতা-অভিনেত্রী-পরিচালকরা জমায়েত হলেন। ফারহান আখতার, রাহুল বোস, স্বরা ভাস্কর, অদিতি রাও হায়দারি, হুমা কুরেশি, সুশান্ত সিং, রাহুল ঢোলাকিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
স্বরার আজাদি স্লোগানে ময়দান গর্জে উঠল। এনআরসি চলবে না একবাক্যে সকলে আওয়াজ তুললেন। পথে নেমে প্রতিবাদের সাথে অনেকেই নিজেদের বক্তব্য তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে, শাহরুখ খান, সালমান খান, আমির খান, রণবীর সিংদের মতো অভিনেতা এ নিয়ে মুখ না খোলায় তারা নেটিজেনের রোষের মুখে পড়েছেন।
এবার অভিনেত্রী দিশা পাটানি সেই তালিকায় ঢুকে পড়লেন। মাঝে মধ্যেই দিশা নিজের বোল্ড ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে বিকিনি পরা একটি ছবি শেয়ার করে তিনি রোষের মুখে পড়েছেন। তার পরেই অভিনেত্রী নানা সমালোচনার শিকার হয়েছেন। কারও মতে এটি দারুণ ছবি, তবে বেশিরভাগেরই বক্তব্য, যেখানে দেশের মানুষের নাগরিকত্ব বিল নিয়ে এমন পরিস্থিতিতে। সেখানে এতটাই অসংবেদনশীল পোস্ট কীভাবে করলেন দিশা পাটানি!
যদিও দিশা ট্রোলিংয়ের শিকার এর আগেও বহুবার হয়েছেন। কখনওই কোনও মন্তব্য করেননি। এবারও এ প্রসঙ্গে মুখ খোলেননি নায়িকা দিশা। দিশা ইনস্টাগ্রাম