বিনামূল্যে ‘এক রুমেই টেস্ট, ব্যবস্থাপত্র আর ওষুধ’ পেলো দুই সহস্রাধিক অসহায় মানুষ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহ জেলার গৌরীপুরের বোকাইনগর মাইজহাটিতে একুশে পদক ও বাংলা একাডেমি পদকপ্রাপ্ত গল্প লেখক, অভিনেতা, ভাষাসৈনিক আসকার ইবনে শাইখের নামের প্রতিষ্ঠিত আসকার কমপ্লেক্সে হাজেরা আসকার দাতব্য চিকিৎসালয়ের উদ্যোগে শুক্রবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ আই ট্রাস্ট ফাউন্ডেশন, রোটারি ক্লাব অফ ঢাকা, রোটারি ক্লাব অফ ময়মনসিংহের ব্যবস্থাপনায় চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ ক্যাম্পের মাধ্যমে ২ হাজার ৫৭৮জনকে বিনামূল্যে চিকিৎসা-ওষুধ, টেস্ট, চশমা ও চিকিৎসা উপকরণ করা হয়।
ক্যাম্পে প্রত্যেকটি রুমেই ছিলো তাৎক্ষনিক ফ্রি টেস্টের ব্যবস্থা, বিশেষজ্ঞ ডাক্তারদের ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ওষুধ, চশমা বিতরণ করা হয়। চিকিৎসা নিতে এসে হাজেরা খাতুন (৭০) বলেন, ছেলে-মেয়ে নেই; টাকার অভাবে চিকিৎসা করা পারি নাই। কানা হয়ে গিয়েছিলাম, কিছুই দেখতাম না। এখন এই যে চশমাটা দিলো, সব কিছু দেখতে পাই। বাসাবাড়ি এলাকার নুরুল ইসলাম (৬৫) জানান, মাইকে ঘোষণা শুনে এসেছি, খুব ভালো লেগেছে। টেস্টও করালাম, ডাক্তার দেখলো-ওষুধ দিলো, কোনো টাকা লাগলো না। এ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান শহিদ বলেন, বিনামূল্যের এই ক্যাম্পের মাধ্যমে প্রায় আড়াই হাজার মানুষ আজ উপকৃত হয়েছে। দরিদ্র এসব মানুষ অর্থের অভাবে সঠিক চিকিৎসা পাচ্ছিলো না। এই চিকিৎসা ক্যাম্প সেই সুযোগ করে দিয়েছে। গাইনী বিভাগের সামনে দাঁড়ানো নুরুন্নাহার তাবাসুম (২৫) জানায়, আমারও চিকিৎসা করাইছি, মায়ের সমস্যা ছিলো সেইটাও সমাধান হয়েছে।
চিকিৎস্যা ক্যাম্পের চেয়ারম্যান রোটারিয়ান রফিকুল ইসলাম রাউলী জানান, এ ক্যাম্পের মাধ্যমে ১৫৬জনকে আমরা ঢাকায় নিয়ে গিয়ে তাদের চোখের অপারেশন ও উন্নত চিকিৎসারও ব্যবস্থা করে দিবো। দিনব্যাপী এ ক্যাম্পের বুঝা গেলো প্রত্যন্ত এসব অঞ্চলের এধরণের ক্যাম্প আরো প্রয়োজন। আমরা এটা ৪বছর পর দ্বিতীয়বার করেছি। এ ক্যাম্প দু’চার মাস পরপর করার আমরা উদ্যোগ নিবো।
উদ্বোধন ও ওষুধ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন তাহসিন আসকার রাজা, রোটারী ক্লাব অব ঢাকার শরিফুল কবীর শরিফ, সৈয়দা গুলরো হাসান, রোটারী ক্লাব অব ময়মনসিংহের সভাপতি শিব্বির আহমেদ লিটন, ফারুক খান পাঠান, সজল চন্দ্র চন্দ, বোকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান শহিদ, মাইজহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. উসমান গণি, সহকারী শিক্ষক একেএম ছানাউল্লাহ আল হোসাইনী প্রমুখ।
Exit mobile version