মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৮:২৪ অপরাহ্ন
বিবাহিত মেয়েদের এমন অনেক সমস্যা আছে যা কাউকে খুলে বলা যায় না । অনেকে স্বামীর সুবিধা অসুবিধা নিয়ে যেমন চিন্তিত থাকে পাশাপাশি অনেকেই তাদের শুরু হওয়া যৌন জীবন নিয়েও এমন কিছু ঝামেলায় পড়েন যা আগে হয়ত ভাবেননি হতে পারে । জেনে অবাক হবেন যে নব্য বিবাহিত মেয়েদের মধ্যেও সেক্স এ অনীহা থাকতে পারে । আর যারা দীর্ঘ দিন সংসার করছেন তাদের তো আছেই । স্বামীর সন্তুষ্টির জন্যে অনেকেই মনের ইচ্ছার বিরুদ্ধে যৌন মিলনে বাধ্য হন । আবার অনেক স্বামীই স্ত্রীর এহেন অনীহা দেখে বিরক্তও হন । বন্ধুদের কাছে তাদের সংসারের অনেক গল্প শুনে স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন । যদিও সেক্সটাই একটি সম্পর্কের একমাত্র বন্ধন নয় , তবুও স্বামী স্ত্রীর আত্মার মিলনের জন্যেই এর ভূমিকা অপরিসীম । আজ আমি সেক্স এ অনীহার কারণ ও মুক্তির কিছু উপায় নিয়ে আলোচনা করে আপনাদের সাহায্য করতে চেষ্টা করব।
প্রথমেই জেনে নিন কারণ গুলোঃ
সাইকোলজির ভাষায় বলতে গেলে , অনেক পুরুষ ও নারী আছেন যারা যৌন মিলনে একেবারেই উৎসাহ অনুভব করেন না । একে বলে এভারসন , আর যারা কম অনুভব করেন তাদের এই সমস্যা কে বলে হাইপোভারসন । এগুলো হচ্ছে সাইকো সেক্সুয়াল সমস্যা। তাদের অবশ্যই সাইকিয়াট্রির ডাক্তারের সাথে পরামর্শ করে কাউন্সেলিং করতে হবে। আর যারা স্বাভাবিক মানুষ এবং যাদের যৌন আবেগ আছে কিন্তু বিভিন্ন পরিস্থিতির কারণে সেক্স এ অনীহার সৃষ্টি হয়েছে , তাদের সমস্যা গুলো সাধারণত এরকম –
১। পার্টনারের প্রতি ভালোবাসার অভাব
২। কাজে ব্যস্ততা ও অতিরিক্ত টায়ার্ড থাকা
৩। দীর্ঘ দিনের বিবাহিত জীবনে একে অপরের প্রতি শারীরিক আগ্রহ হারিয়ে ফেলা
৪। মন খারাপ থাকা
৫। যৌন মিলনে কষ্ট হওয়া বা লুব্রিকেশনের অভাব থাকা ।
৬। কারো প্রতি তীব্র ঘৃণা বোধ
৭। সেক্স এ আনন্দ না পাওয়া
৮। সেক্সের সময় পার্টনারের রেসপন্স এর অভাব থাকা
৯। যৌনাঙ্গে রোগ থাকা ( এ ব্যাপারে চর্ম ও যৌন বিশেষজ্ঞ দেখানো উচিত)
১০। শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল একটি নতুন জীবন ও অভিজ্ঞতার ব্যাপারে ভয় ও আতঙ্ক ।
#এ জাতীয় সমস্যা থাকলে লজ্জা না করে সরাসরি ডাক্তারের খোলামেলা আলোচনা করুন।
আপনার কিছু জানার থাকলে কমেন্ট না করে আমাদের সরাসরি এসএমএস করুন। শুধুমাত্র মেয়েরাই যে কোনো গাইনী ও গোপন সমস্যার ব্যাপারে ইনবক্সে এসএমএস মাধ্যমে পরামর্শ নিতে পারবেন।
ধন্যবাদ
√ পোষ্ট টা কেমন লেগেছে কমেন্টে জানাবেন।
আপনাদের কমেন্ট দেখলে আমরা ভাল ভাল পোষ্ট দিতে সাহস পাই।