বিরামপুরে জাতীয় স্হানীয় সরকার দিবস উন্নয়ন মেলার শুভ উদ্বোধন

এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুরে জাতীয় স্হানীয় সরকার দিবস উন্নয়ন মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ (১৭ সেপ্টেম্বর-২৩) দেশের উন্নয়ন জাতীর উন্নয়ন “সেবা ও উন্নতির দক্ষ রূপকার” উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার”এরই ধারাকে অব্যাহত রেখে দিনাজপুর বিরামপুরে এটিই প্রথমবার
জাতীয় স্হানীয় সরকার দিবস উন্নয়ন মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি) দিনাজপুর -৬ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্হানীয় উপজেলা পর্যায়ের উপজেলা ভাইস চেয়ারম্যান গন,বিরামপুর থানা অফিসার ইনচার্জ  সুব্রত কুমার,রাজনৈতিক নেতৃবৃন্দ ইউনিয়ন চেয়ারম্যান গন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক সহ প্রমূখ গন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নুজহাত তাসনিম আওন,উপজেলা নির্বাহী অফিসার বিরামপুর দিনাজপুর। এছাড়াও উপজেলার অন্তর্গত সকল সরকারি আধা সরকারি বেসরকারি  বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল স্থাপন করেন। তারা প্রতিটি দপ্তরের ব্যানার ফেস্টুন লাগিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম প্রদর্শিত করেন। এছাড়াও সকল নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা সংসদ সাংবাদিক গণ স্থানীয় জনসাধারণ গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রমূখ গণ উপস্থিত ছিলেন। উক্ত মেলায় দেশ ও জনগণের উন্নয়নে বিভিন্ন স্থান থেকে তাদের উন্নয়নমূলক কার্যক্র জনসাধারণের মাঝে প্রদর্শিত করেন।
প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক ফিতা কেটে উন্নয়ন মেলার
শুভ উদ্বোধন করেন। উক্ত মেলায় স্থানীয় বিরামপুর উপজেলার সকল পর্যায়ের উন্নয়ন মূলক প্রতিষ্ঠানের উন্নয়নের চিত্রের স্টলগুলো সরাসরি পরিদর্শন করেন। বক্তব্যে প্রধান অতিথি বলেন আমাদের সরকার এযাবৎ যাহা উন্নয়ন করেছেন তাহা আজ এই মেলায় স্টলের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এছাড়াও স্হানীয় নেতৃবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

Exit mobile version