বিষয়ঃ নিত্যপণ্যের উপর নতুন অতিরিক্ত ভ্যাট ট্যাক্সের প্রতিবাদে ইনসানিয়াত বিপ্লবের সংবাদ সম্মেলন

সূত্রঃ প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ১৮/০১/২০২৫

নতুন অতিরিক্ত ভ্যাট ট্যাক্স জনজীবনে চলমান আর্থ-সামাজিক সংকট আরো ভয়াবহ করবে ।

নিত্যপাণ্যের উপর নতুন করে অতিরিক্ত ভ্যাট ট্যাক্স আরোপের প্রতিবাদে ও প্রত্যাহারের দাবীতে ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ এর উদ্যোগে আজ শনিবার ১৮ই জানুয়ারি এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইনসানিয়াত বিপ্লবের ঢাকা গুলশানস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন
ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

নিত্যপণ্যের উপর নতুন করে ভ্যাট ও ট্যাক্স আরোপের প্রতিবাদে ও প্রত্যাহারের দাবি জানিয়ে আল্লামা ইমাম হায়াত বলেন, দ্রব্যমূল্যের অসহনীয় উর্ধগতি ও নজিরবিহীন মূল্যস্ফীতির মধ্যে জনজীবনে চরম আর্থিক সংকটের মধ্যে নতুন করে ভ্যাট আরোপ প্রতিটি পরিবার ভয়াবহ সংকটে পড়বে।

অর্থবছরের মধ্যপথে নতুন করে ভোগ্যপণ্যের উপর অতিরিক্ত ভ্যাট আরোপ অন্তবর্তী সরকারের দেশ পরিচালনায় চরম ব্যর্থতা ও অর্থনীতি ব্যবস্থাপনায় ধ্বংসাত্মক পদক্ষেপ এবং জনগণের উপর বিবেকহীন জুলুম বলে আল্লামা ইমাম হায়াত উল্লেখ করেন ।

ধর্মের নামে ধর্মের প্রকৃত শিক্ষার বিপরীত অধর্ম উগ্রবাদের পক্ষপাতদুষ্ট অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক প্রতিহিংসামূলক দেশবিরোধী চরিত্রের কারণে দেশ সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও ধর্মীয় সকল দিকে মারাত্মক ধ্বংসাত্মক বিপর্যয়ের মধ্যে পড়েছে উল্লেখ করে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন,
ক্ষমতাসীনদের প্রতিহিংসামূলক জনবিরোধী পদক্ষেপের কারণে শত শত কলকারখানা শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে লক্ষ লক্ষ কর্মজীবী চাকরিচ্যুত হয়ে লক্ষ লক্ষ পরিবার মারাত্মক ধ্বংসের মধ্যে পড়ে গেছে ।

ক্ষমতাসীনদের অযোগ্যতা, অদক্ষতা ও দেশবিরোধী কার্যকলাপে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি এবং জনজীবনে চরম নিরাপত্তাহানিকর আতঙ্কজনক পরিস্থিতির কারণে দেশে বিনিয়োগ, উৎপাদন, উন্নয়ন ও অর্থনৈতিক গতিশীলতা বন্ধ হয়ে গেছে উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত বলেন, নতুন করে অতিরিক্ত ভ্যাট ট্যাক্স বৃদ্ধি প্রতিটি পণ্যের দাম আরো বৃদ্ধি পাবে এবং চুরি ডাকাতি লুটতরাজ অরাজকতা নিরাপত্তাহীনতা
আরো ভয়ংকর আকার ধারণ করবে।

সংবাদ সম্মেলনে সম্প্রতি পাহাড়ি ছাত্র-ছাত্রীদের উপর নিষ্ক্রিয় পুলিশের সামনেই ক্ষমতাসীন সমন্বয়ক চক্রের অংশ রাজাকার জামাত-শিবির জঙ্গিবাদের হিংস্র পাশবিক হামলাকে স্বৈরাচারী ফ্যাসিবাদি সন্ত্রাস বলে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান তীব্র নিন্দা জানান।

সকল স্বৈরাচারী ফ্যাসিবাদি জঙ্গিবাদি একক গোষ্ঠীবাদি সন্ত্রাসবাদি স্বৈররাজনীতির ধ্বংসাত্মক গ্রাস থেকে
জীবন-দেশ-ধর্ম-গণতন্ত্র-মানবাধিকার ও জননিরাপত্তা রক্ষায় জনগণকে মানবতার রাজনীতির ভিত্তিতে মানবতার
রাষ্ট্রের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আল্লামা ইমাম হায়াত।
শেখ রায়হান রাহবার

Exit mobile version